ক.বি.ডেস্ক: নতুন মডেলের অত্যাধুনিক প্রযুক্তির গেমিং ল্যাপটপ বাজারে ছাড়লো ওয়ালটন। সাশ্রয়ী মূল্যের মাল্টিটাস্কিং সুবিধা এবং উন্নত ফিচারসমৃদ্ধ ওয়াক্সজ্যাম্বো সিরিজের ল্যাপটপটির মডেল হলো `ডব্লিউডব্লিউজিএল৭১০এইচ’। ল্যাপটপটির মূল্য ১৮৯,৯৫০ টাকা। এই ল্যাপটপে পাচ্ছেন দুই বছরের বিক্রয়োত্তর সেবা।
ওয়ালটনডব্লিউডব্লিউজিএল৭১০এইচ: ওয়াক্সজ্যাম্বো সিরিজের নতুন গেমিং ল্যাপটপটিতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দশম প্রজন্মের ২.২০ গিগাহাটর্জ ক্লকরেটের কোর আই সেভেন ১০৮৭০এইচ ৬-কোর প্রসেসর। এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৬০ মডেলের ৬ গিগাবাইট জিডিডিআর৬ ভিডিও র্যাম। বিল্টইন ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স ৬৩০। ১৬ গিগাবাইট ডিডিআর৪ র্যাম যা ৩২ জিবি পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। ১ টেরাবাইট এনভিএমই সলিড স্টেট ড্রাইভ। ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। এর রিফ্রেশ রেট ১৪৪ হাটর্জ এবং পর্দার রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় এই ল্যাপটপে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৩ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা ৮ ঘন্টারও বেশি সময় পাওয়ার ব্যাক-আপ দিতে সমর্থ।
এ ছাড়াও ল্যাপটপটিতে রয়েছে হাই ডেফিনেশন অডিও, বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন, দুইটি ২ ওয়াটের স্পিকার, সাউন্ড ব্লাস্টার অ্যাটলাস, মাল্টি কালারের আরজিবি লাইট সমৃদ্ধ ফুল সাইজ কি-বোর্ড, ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা, ৩টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট ও পাওয়ারড পোর্ট, ১টি থান্ডারবোল্ড ৩ পোর্ট, ১টি মিনি ডিসপ্লে পোর্ট, এইচডিএমআই, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, ল্যান ইত্যাদি।