Thursday, May 15, 2025

সর্বশেষ

ক্রিয়েটিভ আইটি ও ফুডপ্যান্ডা’র মধ্যে চুক্তি

ক.বি.ডেস্ক: দেশের আইটি শিক্ষা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট এবং অনলাইনে খাবার ও গ্রোসারি সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপ্যান্ডা’র মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই চুক্তি অনুযায়ী, ক্রিয়েটিভ আইটি ইন্সটটিউিট পরিবারের সকলে (ছাত্র-ছাত্রী, র্কমর্কতা, এ্যালামনাই) ফুডপ্যান্ডা থেকে নির্দিষ্ট শতাংশ বিশেষ ছাড়ে খাবার র্অডার করতে পারবেন।

ফুডপ্যান্ডা’র হেড অব করপোরেট সেলস সৈয়দ ফায়াদ মুনয়েম, সিনিয়র করপোরেট সেলস এক্সিকিউটিভ হাবিব-উর-রহমান এবং ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউটের ব্রান্ডিং ও মার্কেটিং হেড আশরাফ ইনসান ইভান, হেড অব অপারেশন মো. আকরাম হোসাইন নিজেদের প্রতিষ্ঠানের প্রতনিধিত্বি করেন।

বাংলাদেশের করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্ডার প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করার জন্য ‘ফুডপ্যান্ডা ফর বিজনেস’ নামে করপোরেট সেবা চালু করেছে ফুডপ্যান্ডা। করপোরেট গ্রাহকদরে জন্য তৈরি এই প্ল্যাটফর্মটির বিশেষ ছাড়, অ্যালাওয়ন্সে সেটিং অপশন, সহজে বলি পরিশোধ আরও অনেক সুবিধাসহ খুব সহজে র্অডার করা যাবে। 

সর্বশেষ

পড়েছেন তো?

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.