Sunday, December 22, 2024
More

    সর্বশেষ

    কক্সবাজার সিটিতে স্থাপিত ওয়াইফাই সিস্টেম হস্তান্তর

    ক.বি.ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসাবে আইসিটি বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজার জেলায় ৩৫টি স্থানে ৭৪টি ফ্রি ওয়াইফাই এক্সেস পয়েন্ট স্থাপন করা হয়। করোনা অতিমারীর কারনে কিছুটা বিলম্বে সম্প্রতি বিসিসি ক্লাউড বেজ্‌ড ফ্রি ওয়াইফাই সিস্টেম কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।

    কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নবনির্মিত ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হস্তান্তর আয়োজনে সভাপতিত্ব করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানীত সদস্য (প্রকৌশল) লে. কর্নেল মো. খিজির খান। ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মধুসূদন চন্দ বিসিসির পক্ষে ফ্রি ওয়াইফাই সিস্টেম হস্তান্তর দলিলে স্বাক্ষর করেন। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের উপ নগর পরিকল্পনাবিদ মো. তানভীর হাসান রেজাউল ফ্রি ওয়াইফাই সিস্টেম বুঝে নেন। অনুষ্ঠানে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাগণ, ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান আমরা নেটওয়ার্কস এবং হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের পাবলিক অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর ইউইং কার্লসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

    গত বছর ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে বিসিসি কর্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় স্থাপিত ফ্রি ওয়াইফাই সিস্টেম চালু করা হয়। এখন থেকে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজার সিটিতে স্থাপিত ফ্রি ওয়াইফাই সিস্টেম রক্ষণাবেক্ষনের যাবতীয় ব্যয় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বহন করবে।

    এই প্রকল্পের আওতায় লাবনি সমুদ্র সৈকত, কলাতোলি সৈকত, সালশা বিচের মতো পর্যটন স্পটগুলোসহ কক্সবাজার নগরের গুরুত্বপূর্ণ ৩৫টি এলাকায় ৭৪টি ওয়াইফাই এক্সেস পয়েন্টে ফ্রি ওয়াইফাই জোন তৈরি করা হয়েছে, যেখানে দেশি ও বিদেশি পর্যটকসহ স্থানীয় নাগরিকগন বিনা মূল্যে ১০০ এমবিপিএস গতির ইন্টারনেট ব্যবহার করে ই-সরকারী পরিষেবা গ্রহণ করতে পারবে।

    এ সুবিধা পেতে সেলফোন নম্বর দিয়ে যুক্ত হতে হবে। যুক্ত হওয়ার প্রথম ধাপে মোবাইল বা প্যাড বা ল্যাপটপে নিজের নাম, মোবাইল নম্বর দিতে হবে। ফিরতি এসএমএসে পাসকোড আসবে। তবে ওয়েবসাইটে প্রবেশাধিকার ও ডাউনলোড থাকবে নিয়ন্ত্রিত। এই ক্লাউড-পরিচালিত পাবলিক ওয়াইফাই সিস্টেমের সমস্ত সলিউশন এবং ডিভাইস প্রদান করছে হুয়াওয়ে টেকনোলোজি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.