Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    ওয়ালটন স্মার্টফোন ক্রয়ে ‘ঈদ সালামি’ অফার

    ক.বি.ডেস্ক: ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। তাই ক্রেতাদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে ওয়ালটন মোবাইল দিচ্ছে বিশেষ ‘ঈদ সালামি’ অফার। এর আওতায় ওয়ালটন ‘‘প্রিমো আরএক্সএইট’’ এবং ‘‘প্রিমো এনএফফাইভ’’ মডেলের স্মার্টফোন ক্রয়ে রয়েছে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। প্রিমো আরএক্সএইট এর মূল্য ১৫,৫৯৯ টাকা এবং প্রিমো এনএফফাইভ এর মূল্য ৯,৬৯৯ টাকা।

    দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেট থেকে ওই দুই মডেলের স্মার্টফোন ক্রয়ে রেজিস্ট্রেশন করলেই ঈদ সালামি পাবেন গ্রাহক। পাশাপাশি ঘরে বসে ওয়ালটন ই-প্লাজা (eplaza.waltonbd.com) থেকেও হ্যান্ডসেট দুটি ক্রয়ে ঈদ সালামি মিলবে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সুবিধা পাবেন গ্রাহকরা। ঈদ সালামি পেতে স্মার্টফোন ক্রয়ের পর মেসেজ অপশনে গিয়ে বিও (BO) লিখে স্পেস দিয়ে ফোনটির আইএমইআই (IMEI) নাম্বার লিখে ০১৭৫৫৬১১১১১ নাম্বারে সেন্ড করতে হবে। ফিরতি এসএমএসে ক্রেতাকে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেয়া হবে। গ্রাহক বিক্রেতার কাছ থেকে তাতক্ষণিকভাবে তা সংগ্রহ অথবা মোবাইলের মূল্যের সঙ্গে সমন্বয় করতে পারবেন।

    প্রিমো আরএক্সএইট

    স্মার্টফোনে রয়েছে উভয় পাশে গ্লাস প্যানেলযুক্ত ৬.৫৫ ইঞ্চি ২০:৯ রেশিওর পাঞ্চ হোল এইচডি প্লাস ডিসপ্লে, ২.০ গিগাহাটর্জ এআরএম কর্টেক্স-এ৫৩ ১২ ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর, ৪ জিবি র‌্যাম, পাওয়ার ভিআর জিই৮৩২০ গ্রাফিক্স, ২৫৬ জিবি পর্যন্ত মাইক্রো এসডি কার্ড সমর্থনসহ ১২৮ গিগাবাইটের অভ্যন্তরীণ মেমোরি, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, ১৮ ওয়াট ফাস্ট চার্জিংসহ ৪০০০ এমএএইচ ব্যাটারি। স্মার্টফোনটির সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল পাঞ্চহোল সেলফি ক্যামেরা। পেছনে এলইডি ফ্ল্যাশযুক্ত পিডিএফ প্রযুক্তির এফ ২.০ অ্যাপারচার সমৃদ্ধ ৫পি লেন্স সমৃদ্ধ এআই কোয়াড (চার) ক্যামেরায় রয়েছে ১৬ এমপি মেইন, ৮ এমপি ১২০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল, ৫ এমপি ম্যাক্রো এবং ২ এমপি ডেপথ ক্যামেরা।

    প্রিমো এনএফফাইভ

    মোল্ডেড টেক্সচারের ব্যাক কভারযুক্ত ৬.৮২ ইঞ্চি ২০:৯ রেশিওর এইচডি প্লাস ইনসেল আইপিএস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, ১.৮ গিগাহার্টজ ১২ ন্যামোমিটার হেলিও এ২০ কোয়াডকোর প্রসেসর, পাওয়ার ভিআর জিই৮৩০০ গ্রাফিক্স, ৩ গিগাবাইট র‌্যাম, ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সমর্থনসহ ৩২ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ, অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম, ৪০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি। পেছনে রয়েছে এলইডি ফ্ল্যাশযুক্ত এফ/২.০ অ্যাপারচার সমৃদ্ধ পিডিএএফ প্রযুক্তির অটোফোকাস এইচডি ট্রিপল ক্যামেরা। ৫পি লেন্স সমৃদ্ধ এর ১৩ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে ১/৩.০৬ ইঞ্চির সেন্সর। আকর্ষণীয় সেলফির জন্য সামনে রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।

    ওয়ালটন স্মার্টফোনগুলোতে রয়েছে বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধা। স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোনটি পাল্টে নতুন আরেকটি ফোন দেয়া হচ্ছে। ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘন্টার মধ্যে বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন। স্মার্টফোনে এক বছরের এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা। নগদ মূল্যের পাশাপাশি কিস্তিতেও ওয়ালটন স্মার্টফোন কেনার সুযোগ রয়েছে। আছে ইএমআই সুবিধাও।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.