Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    ওয়ালটন কমপিউটার প্ল্যান্ট পরিদর্শনে অক্সফোর্ডের অধ্যাপক, সিপিডি ফেলো

    ক.বি.ডেস্ক: ওয়ালটন কমপিউটার ও পিসিবি উতপাদন প্ল্যান্ট পরিদর্শন করেছেন বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. স্টিফেন ডারকন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগর (সিপিডি) ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান। তাদের সঙ্গে ছিলেন ইয়ুথ পলিসি ফোরামের একটি প্রতিনিধি দল।

    সম্প্রতি গাজীপুরে চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন করেন তারা। সে সময় প্রতিনিধিদলটি ওয়ালটন গ্রুপের প্রতিষ্ঠানগুলো সম্পর্কে ধারণা লাভ করেন। তারা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়ালটনের নেয়া পদক্ষেপ সম্পর্কে অবগত হন। কমপিউটার ও পিসিবি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ঘুরে দেখার পাশাপাশি বিশ্বমানের ওয়ালটন ফ্রিজ, এসির উতপাদন প্রক্রিয়াও প্রত্যক্ষ করেন।

    পরিদর্শনকালে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম, ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর জিনাত আরা রহমান এবং ইয়ুথ পলিসি ফোরামের কো-ফাউন্ডার আবির হাসান নিলয় প্রমুখ।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.