ক.বি.ডেস্ক: বিগত বছরগুলোতে বাংলাদেশ হয়ে উঠেছে প্রযুক্তিনির্ভর। ব্যবহার বেড়েছে ইন্টারনেটের। সেই সঙ্গে সমানুপাতিক হারে বেড়েছে তারবিহীন ওয়াই-ফাই প্রযুক্তির ডিভাইস রাউটারের। করোনা মহামারির মধ্যে ইন্টারনেট, ওয়াই-ফাই এর ব্যবহার অনেক বেড়েছে। গ্রাহকদের চাওয়া আরও উন্নত প্রযুক্তির ডুয়াল ব্যান্ড রাউটারের। সেই চাহিদা পূরণেই এবার নতুন মডেলের রাউটার আনছে ওয়ালটন। ওয়ালটন দেশের বাজারে আনছে ‘‘ডব্লিউআর১৪’’ মডেলের ডুয়াল ব্যান্ডের ১২০০ এমবিপিএস নতুন ওয়াই-ফাই রাউটার। রাউটারটির মূল্য ২,৭৫০ টাকা।
ডব্লিউআর১৪ ডুয়াল ব্যান্ড রাউটার: ডুয়াল ব্যান্ডের ১২০০ এমবিপিএস নতুন ওয়াই-ফাই রাউটারটির প্রধান বৈশিষ্ট গিগাবিট ইথারনেট পোর্ট, ৪টি হাই-পারফর্মেন্স এন্টেনা এবং ওয়াইড এরিয়া কাভারেজ। রাউটারটিতে রয়েছে অত্যাধুনিক মাল্টি-ইউজার, মাল্টি-ইনপুট মাল্টি-আউটপুট প্রযুক্তি। যার ফলে একসঙ্গে অনেকগুলো ডিভাইস এর নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারবে। এ ছাড়া গিগাবিট ইথারনেট পোর্ট থাকায় রাউটারটি প্রতিটি কানেক্টেড ডিভাইসে উচ্চগতি সরবরাহ করতে সক্ষম। এর এডভান্সড বিমফোর্মিং প্রযুক্তির কল্যাণে গ্রাহকরা পাচ্ছেন সুনির্দিষ্ট ডিভাইসে বেটার ওয়ারলেস রিসেপশান।