Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    এসার শরতকালীন অফার চালু করেছে ইউসিসি

    ক.বি.ডেস্ক: দেশের বাজারে এসার’র পণ্য বাজারজাতকারি প্রতিষ্ঠান ইউসিসি ক্রেতাদের জন্য এসার ল্যাপটপ ক্রয়ে ‘‘এসার শরতকালীন অফার’’ ঘোষনা করেছে। এই অফারটি চলবে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এসার ল্যাপটপ ক্রয় করে জিতে নিতে পারবেন আকর্ষনীয় সব উপহার।

    এসার শরতকালীন অফারে থাকছে ইউসিসির বাজারজাতকৃত এসার এক্সটেন্সা আই৩, এক্সটেন্সা আই৫, এসপায়ার ৭, নেট্রো এবং প্রিডেটর এর  এর প্রতিটি ল্যাপটপের সঙ্গে পোর্টেবল এসএসডি, নোটবুক কুলার, ১২৮ জিবি পেনড্রাইভ, এসার গিফট বক্স এবং ক্যাশ ব্যাকসহ আকর্ষনীয় সব উপহার পাওয়া যাবে।

    উল্লেখ্য, শুধুমাত্র ইউসিসির বাজারজাতকৃত এসার ল্যাপটপ ক্রয় করলেই গ্রাহকেরা এই অফারটি উপভোগ করতে পারবেন। অফারটি সম্পর্কে আরও জানতে ভিজিট করুনঃ www.ucc-bd.com

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.