Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    এমএসআই’র নতুন ল্যাপটপ

    ক.বি.ডেস্ক: এমএসআই ব্র্যান্ডের বাংলাদেশের পরিবেশক ইউনিক বিজনেস সিস্টেম লিমিটেড বাজারে নিয়ে এসেছে ‘এমএসআই ১৪ বি ১০ এমডব্লিউ’ মডেলের ল্যাপটপ। হালকা ওজনের এবং আকর্ষণীয় বাজেটের মধ্যে প্রয়োজনীয় এবং আধুনিক সব বৈশিষ্ট্যসম্পন্ন ল্যাপটপটি। অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এ ল্যাপটপটি গুণগতমানে এবং স্থায়িত্বে ইতোমধ্যে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে।

    এমএসআই ১৪ বি ১০ এমডব্লিউ ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আই থ্রি-১০১১০ইউ প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর ৪ মেমরি, ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে­, ২৫৬ গিগাবাইট এনভিএমই এসএসডি।ল্যাপটপটির মূল্য ৫১,৫০০ টাকা এবং থাকছে এক বছরের বিক্রয়োত্তর সেবা।  

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.