Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    এইচপি’র দুটি নতুন মডেলের ল্যাপটপ বাজারে

    সারা বাংলাদেশে এক যোগে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিশ্বখ্যাত প্রযুক্তির পণ্য এইচপির একাদশ প্রজন্মের ২টি ভিন্ন মডেলের ল্যাপটপ উম্মোচন করেছে দেশের বাজারে এইচপির পরিবেশক ও সেবাদানকারি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। নতুন উন্মোচিত এইচপির ল্যাপটপ দুটির মডেল হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ১৫-ইজি০০৭৮টিইউ এবং ১৫-ইজি০১১৩টিএক্স।

    গতকাল (২ ডিসেম্বর) রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত সর্ববৃহত প্রযুক্তি পণ্যের বাজার মাল্টিপ্ল্যান কমপিউটার সিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের চ্যানেল বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন,বাংলাদেশ কমপিউটার সমিতির (বিসিএস) সভাপতি মো.শাহিদ উল মুনীর, মাল্টিপ্ল্যান কমপিউটার সিটি সেন্টারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বিসিএসের মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম, পরিচালক রাশেদ আলি ভুঁইয়া, সাবেক পরিচালক মোস্তাফিজুর রহমান তুহিনসহ ব্যবসায়ীবৃন্দ।

    এইচপি প্যাভিলিয়ন ১৫-ইজি০০৭৮টিইউ: এতে ইন্টেলের একাদশ প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার ক্লক স্পিড ২.৪০-৪.৭০ গিগাহাটর্জ। ৮ গিগাবাইট ডিডিআর ৪ র্যামসহ স্টোরেজ হিসেবে আছে ৫১২ গিগাবাইট এসএসডি। এতে ১৫.৬ ইঞ্চি ফুলএইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য ফিচার হিসেবে থাকছে, ওয়াই ফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম, ব্যাকলিট কি-বোর্ড এবং অরিজিনাল উইন্ডোজ ১০ হোম। এটি বাজারে পাওয়া যাবে সিলভার রংয়ের। রয়েছে দুই বছর ওয়ারেন্টি।

    এইচপি প্যাভিলিয়ন ১৫-ইজি০১১৩টিএক্স: ইন্টেলের একাদশ প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর ব্যবহার করা হয়েছে। যার ক্লক স্পিড ২.৪০-৪.৭০ গিগাহার্টজ। ৮ গিগাবাইট ডিডিআর ৪ র‍্যামসহ স্টোরেজ হিসেবে আছে ৫১২ গিগাবাইট এসএসডি। এতে ১৫.৬ ইঞ্চি ফুলএইচডি ডিসপ্লেসহ এমএক্স ৪৫০ ২ গিগাবাইট গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য ফিচার হিসেবে থাকছে, ওয়াই ফাই, ব্লুটুথ, ওয়েবক্যাম,ব্যাকলিট কি-বোর্ড এবং অরিজিনাল উইন্ডোজ ১০ হোম। এটি বাজারে পাওয়া যাবে সিলভার রংয়ের। রয়েছে দুই বছরের ওয়ারেন্টি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.