Monday, November 25, 2024
More

    সর্বশেষ

    উন্মোচন হল রিয়েলমি’র প্রথম ল্যাপটপ ‘রিয়েলমি বুক’

    ক.বি.ডেস্ক: সম্প্রতি, বিশ্বব্যাপী ১০ কোটি স্মার্টফোন বিক্রয়ের মাইলফলক অর্জন উপলক্ষে রিয়েলমি বাজারে এনেছে স্মার্টফোনের পাশাপাশি রিয়েলমি’র প্রথম ল্যাপটপ ‘‘রিয়েলমি বুক’’। গত বুধবার (১৮ আগস্ট) অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী রিয়েলমি’র প্রথম ল্যাপটপ উন্মোচন করা হয়। রিয়েলমি’র ১+৫+টি এআইওটি ইকোসিস্টেম তৈরির যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

    রিয়েলমি বুক ল্যাপটপ: রিয়েলমি প্রযুক্তি-সচেতন মানুষের জন্য ২কে ডিসপ্লে ও লিপ-ফরওয়ার্ড পারফরম্যান্স নিয়ে বাজারে এনেছে প্রথম ল্যাপটপ রিয়েলমি বুক। ১৪.৯ মিলিমিটার ফুল মেটাল বডির সুপার স্লিম রিয়েলমি বুক পাওয়া যাবে নীল ও ধূসর এ দুটি রঙে। এই ল্যাপটপে রয়েছে ১৪ইঞ্চি ২কে ফুল ভিশন ডিসপ্লে, ৪০০ নিট পিক ব্রাইটনেস ও ৩:২ অনুপাতের স্ক্রিন। ১১ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর সমৃদ্ধ রিয়েলমি বুক ল্যাপটপটির র‍্যাম ১৬ গিগাবাইট পর্যন্ত এবং স্টোরেজ ৫১২ গিগাবাইট পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। ৬৫ ওয়াটের সুপার-ফাস্ট চার্জিং প্রযুক্তি সম্পন্ন এ ল্যাপটপটি দিবে ১১ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ। এর ডিটিএস এইচডি স্টেরিও সাউন্ড ইফেক্ট, ডুয়াল মাইক নয়েজ ক্যান্সেলেশন ও ফোন সিঙ্ক করার জন্য পিসি কানেক্ট অপশন ব্যবহারকারীদের অনলাইনে কাজ করতে ও কোনো ঝামেলা ছাড়াই পড়াশোনা করতে সাহায্য করবে। এ ল্যাপটপে তিন-লেভেলের ব্যাকলিট কীবোর্ড ব্যবহার করা হয়েছে এবং এটি নতুন ওয়াইফাই ৬ প্রযুক্তিকে সমর্থন করে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.