Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    ঈদ উপলক্ষে অপো’র আকর্ষণীয় অফার

    ক.বি.ডেস্ক: ক্রেতাদের জন্য আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে অপো বাংলাদেশ আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। এ অফারটি চলবে আগামী ৯ জুলাই পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন সময়ে লটারির মাধ্যমে বেছে নেয়া ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে বিভিন্ন অফার ও আকর্ষণীয় পুরস্কার।  

    এ ক্যাম্পেইনে অপো এ১৬ই, এ১৬, এ৫৪, এ৭৬, এ৯৫, এফ২১ প্রো ও এফ২১ প্রো ফাইভজি ডিভাইস ক্রয় করলে ক্রেতারা সুজুকি মোটরবাইক জেতার সুযোগ পাবেন। লটারির মাধ্যমে বেছে নেয়া ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস সামগ্রী-ফ্রিজ, মাইক্রোওয়েভ ওভেন ও কফি মেকার। এ ছাড়াও থাকছে এনকো ডব্লিউ১১ টিডব্লিউএস হেডফোন, পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ইন্টারনেট ডাটা বান্ডেল ও ১৫ শতাংশ অতিরিক্ত সোয়াপ এক্সচেঞ্জ অফার সুবিধা। অপো এফ২১ প্রো সিরিজের (অপো এফ২১ প্রো অথবা এফ২১ প্রো ফাইভজি) ডিভাইস ক্রয়ে ক্রেতারা নিশ্চিতভাবে আকর্ষণীয় পুরস্কারসহ গিফট বক্স পাবেন।

    এ আকর্ষণীয় পুরস্কার ও অফার পেতে ক্রেতাদের এই লিঙ্কে https://oppobangladesh.com/lottery/ প্রবেশ করে প্রাসঙ্গিক তথ্য দিয়ে বক্সগুলো পূরণ করতে হবে এবং গ্রিন বারে (এখানে লেখা থাকবে – রিডিম ইওর লাক) ক্লিক করতে হবে। দেশের যে কোন জায়গা থেকে আগ্রহীরা এ ক্যাম্পেইনে অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন।  

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.