Sunday, January 12, 2025
More

    সর্বশেষ

    ঈদ উপলক্ষে অপো’র দু’টি ডিভাইসে মূল্য ছাড়

    ক.বি.ডেস্ক: আসন্ন ঈদ-উল-আযহাকে উতসবমুখর করতে অপো ক্রেতাদের জন্য সম্প্রতি ‘‘অপো এ১৬ (৩জিবি+৩২জিবি)’’ এবং ‘‘অপো এ৭৬’’ ডিভাইস দু’টিতে মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে। এ অফারের আওতায়, ক্রেতারা অপো এ১৬ (৩জিবি+৩২জিবি)১৪,৪৯০ টাকার পরিবর্তে ১৩,৪৯০ টাকায় এবং অপো এ৭৬ ২২,৯৯০ টাকার পরিবর্তে ২০,৯৯০ টাকায় কিনতে পারবেন।

    অপো এ১৬ (৩জিবি+৩২জিবি) ডিভাইসটিতে কুল থ্রিডি স্লিক ও মেটালিক ডিজাইন ব্যবহার করা হয়েছে। এ ডিভাইসটিতে এআই ট্রিপল ক্যামেরা ও এআই বিউটিফিকেশন ফিচার রয়েছে। এ ডিভাইসটিতে কালারওএস ১১.১, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি, এইচডি+আই-কেয়ার ডিসপ্লে ও অন্যান্য অসাধারণ ফিচার রয়েছে।

    অপো এ৭৬ ডিভাইসে রয়েছে পাঞ্চ-হোল ডিসপ্লে, অপো গ্লো ডিজাইন, ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিসহ অনন্য অনেক ফিচার রয়েছে। এ দুটি ডিভাইসই ক্রেতাদের স্মার্টফোন ব্যবহারের অসাধারণ অভিজ্ঞতা দিবে। তাই, ক্রেতাদের সুবিধার কথা বিবেচনা করে ডিভাইস দুটিতে মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে অপো।

    মূল্য ছাড়ের ঘোষণা ছাড়াও, স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অপো এক্সক্লুসিভ ঈদ ক্যাম্পেইন চালু করেছে। এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে, অপো এ১৬ই, অপো এ১৬, অপো এ৫৪, অপো এ৭৬, অপো এ৯৫, অপো এফ২১ প্রো ও অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইস ক্রয় করলে ক্রেতারা সুজুকি মোটরবাইক জেতার সুযোগ পাবেন।

    এ ক্যাম্পেইনে লটারির মাধ্যমে বেছে নেয়া ভাগ্যবান বিজয়ীদের জন্য থাকছে বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্সেস সামগ্রী। এর মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন ও কফি মেকার। এ ছাড়াও, এ ক্যাম্পেইনে ক্রেতাদের জন্য থাকছে এনকো ডব্লিউ১১ টিডব্লিউএস হেডফোন, পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক, ইন্টারনেট ডাটা বান্ডেল ও ১৫ শতাংশ অতিরিক্ত সোয়াপ এক্সচেঞ্জ অফার সুবিধা। এ ছাড়াও, অপো এফ২১ প্রো সিরিজের (অপো এফ২১ প্রো অথবা এফ২১ প্রো ফাইভজি) ডিভাইস ক্রয়ে ক্রেতারা নিশ্চিতভাবে আকর্ষণীয় পুরস্কারসহ গিফট বক্স পাবেন।  

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.