Wednesday, December 25, 2024
More

    সর্বশেষ

    দারাজের ‘ঈদ শপিং ফেস্ট’

    ক.বি.ডেস্ক: আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে ক্রেতাদের কেনাকাটায় বাড়তি মাত্রা যোগ করতে দেশের ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ ‘‘ঈদ শপিং ফেস্ট’’ ক্যাম্পেইন চালু করেছে। ক্যাম্পেইনটি আজ (১২ এপ্রিল) থেকে ২ মে পর্যন্ত চলবে। যেখানে ক্রেতারা ফ্যাশন, ইলেকট্রনিকস, লাইফস্টাইল ও হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যসমূহের ওপর নানা ধরনের ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

    এ ক্যাম্পেইন চলাকালীন সময়ে ক্রেতারা প্রি-পেমেন্ট ভাউচার, হট ডিলস, মেগা ডিলস (সর্বোচ্চ ১২০০০ টাকা পর্যন্ত), সারপ্রাইজ ফ্রি শিপিং হাওার, মিস্টারি বক্সসহ নানা অফার ও ভাউচার সুবিধা পাবেন। গ্রাহকদের পেমেন্টের সুবিধার্থে পুরো ক্যাম্পেইন জুড়ে থাকছে দারাজের প্রিপেমেন্ট পার্টনার- বিকাশ এর ১০% ক্যাশব্যাক অফার। এ ছাড়াও পেমেন্ট পার্টনার থাকছে লঙ্কাবাংলা ফাইন্যান্স, এইচএসবিসি, প্রাইম ব্যাংক লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক। যাদের মাধ্যমে প্রিপেন্টে গ্রাহকরা ১০% পর্যন্ত মুল্যছাড় উপভোগ করতে পারবেন।

    দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, সহজে পণ্য কেনাকাটার মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের বিষয়টিকে আমরা সর্বাধিক প্রাধান্য দিয়ে থাকি। ঈদ-উল-ফিতর বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় উতসব।এ উপলক্ষে দেশের মানুষের উতসবের আনন্দ আরও বাড়িয়ে তুলতে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফারের এ ক্যাম্পেইন নিয়ে আসা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা সহজেই অনলাইন থেকে পছন্দের পণ্য কিনে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন।

    দারাজ বাংলাদেশের সিএমও মো. তাজদীন হাসান বলেন, দেশের সকল মানুষ উতসবমুখর পরিবেশে ঈদ-উল-ফিতর উদযাপন করে। আসন্ন ঈদে আমাদের ক্রেতাদের কেনাকাটার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে আমরা ঈদ শপিং ফেস্ট ক্যাম্পেইন চালু করেছি। ঈদ শপিং ফেস্ট ক্যাম্পেইনটিতে দেশজুড়ে থাকা আমাদের ক্রেতারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করছি। এ ক্যাম্পেইনের আওতায় ক্রেতারা আকর্ষণীয় ছাড়ে তাদের পছন্দের পণ্য কিনতে পারবেন।    এ ক্যাম্পেইনটির ডায়মন্ড স্পন্সর লোটো, রিয়েলমি, বাটা, স্টুডিও এক্স, স্যাভলন এবং ডেটল । প্ল্যাটিনাম স্পন্সর সিঙ্গার, ভিশন, মোশন ভিউ, ফ্যাব্রিলাইফ, প্যারাস্যুট ন্যাচারালে, গোদরেজ, ম্যাগি ও লাইজল। গোল্ড স্পন্সর শাওমি গ্লোবাল স্টোর, সিকেইন, রঙ্গন হারবালস, ফার্নিকম, লিভিংটেক্স, টিপি-লিংক, ডেল, ফোকালুর, রিবানা, ট্রেন্ডজ, ইমামি ও হায়ার।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.