ক.বি.ডেস্ক: আগামী ১৮ জুন অনুষ্ঠিতব্য ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই–ক্যাব) ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ (ইসি) নির্বাচনে ক্ষুদ্র, উদ্যোক্তা, লজিস্টিকস ও ই-কমার্স ইকো সিস্টেমের উন্নয়ন এবং সদস্যদের ক্ষমতায়নে গুরুত্ব দিয়ে ৯ সদস্যের প্যানেল ঘোষণা করে ‘‘অগ্রগামী’’।
ই–ক্যাব এর ২০২২-২৪ মেয়াদের ৯ সদস্যের ইসি নির্বাচনে প্রার্থী হয়েছেন ৩১জন। এবারের নির্বাচনে ৩৬ জন মনোনয়নপত্র ক্রয় করলেও ৫ জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এবার ভোটার সংখ্যা ৭৯৫।
অগ্রগামী প্যানেল: এই প্যানেলের সদস্যরা হলেন- ধানসিঁড়ি ডিজিটাল লিমিটেডের শমী কায়সার, কমজগত টেকনোলজিসের মোহাম্মাদ আবদুল ওয়াহেদ তমাল, ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মাদ সাহাব উদ্দিন, রেভারি করপোরেশন লিমিটেডের নাসিমা আক্তার, ব্রেকবাইটের আসিফ আহনাফ, ডিজিটাল হাব সলিউশনস লিমিটেডের মোহাম্মাদ সাইদুর রহমান, ফোকাস ফ্রেমের মো. রুহুল কুদ্দুস, পেপারফ্লাই প্রাইভেট লিমিটেডের শাহরিয়ার হাসান ও ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের সৈয়দা আম্বারীন রেজা।
গত সাত বছরে সংগঠন হিসেবে সাফল্য অর্জন করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)। করোনাকালে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সবার আস্থা অর্জন করেছে ইক্যাবের বর্তমান কার্যনির্বাহী পরিষদ। ই-কমার্স ইকোসিস্টেমে উদ্যোক্তাদের ক্ষমতায়নকে গুরুত্ব দেবে অগ্রগামী প্যানেল। ইক্যুইটি ইনভেস্টমেন্টের ওপরও গুরুত্ব দেয়া হবে। ই-ক্যাবকে আরও শক্তিশালী করার পাশাপাশি গবেষণা ও উন্নয়নে সামনের নেতৃত্ব অধিক নজর দেয়া হবে। ই-কমার্স খাতের প্রবৃদ্ধিতে গবেষণা ও উন্নয়ন সেল তৈরি করা হবে বলে জানানো হয়।