Saturday, January 11, 2025
More

    সর্বশেষ

    ইপসনের ডব্লিউএক্সজিএ প্রজেক্টর

    বিভিন্ন কর্পোরেট মিটিং, সভা, সেমিনার, ওয়ার্কশপ এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেশ কার্যকরী একটি প্রজেক্টর হচ্ছে বিশ্বখ্যাত ইপসনের ইবি-ডব্লিউ০৫ মডেলের থ্রিএলসিডি টেকনোলজির প্রজেক্টর। এটিতে ব্যবহৃত হয়েছে ডব্লিউএক্সজিএ (১২৮০ বাই ৮০০   পিক্সেল) রেজুলেশন, ১৬:১০ এস্পেক্ট রেশিও এবং ব্রাইটনেস ৩৩০০ লুমেন্স। প্রজেক্টরটির হোম স্ক্রিন এতটাই ইউজার ফ্রেন্ডলি যে এতে ব্যবহৃত সমস্ত ফাংশন চাইলে একসঙ্গে নিয়ন্ত্রন করতে পারবেন। এটির অন্যান্য ফিচার হিসেবে রয়েছে  কীস্টোন স্নাইডার, ইকো-মোডে ১০,০০০ ঘন্টা ল্যাম্প লাইফ, বিল্ট ইন অডিও স্পিকারসহ সরাসরি পাওয়ার অন-অফ এর সুবিধা।

    পণ্যটিতে দুই বছরের বিক্রয়োত্তর সেবা দিচ্ছে স্মার্ট টেকনোলজিস। ফোন: ০১৭৯৯-৯৮৬৮৮৫

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.