Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    ইনফিনিক্স ইনবুক এক্স-২ ল্যাপটপ

    ক.বি.ডেস্ক: ইনফিনিক্স নিয়ে এলো ‘ইনবুক এক্স-২’ মডেলের ল্যাপটপ। ল্যাপটপটির মনিটর ১৪ ইঞ্চি, অ্যালুমিনিয়াম অ্যালয় চ্যাসিস, সিপিইউ ইন্টেলের দশম প্রজন্ম, ওজন ১.২৪ কেজি। অপারেটিং সিস্টেম থাকছে উইন্ডোজ ১১। পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সংযুক্ত আছে। ধূসর, নীল, সবুজ ও লালসহ বিভিন্ন রঙে পাওয়া যাবে।

    ইনবুক এক্স-২: ল্যাপটপটি ১৪ ইঞ্চি আইপিএস এলসিডির সঙ্গে ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশনের আর অ্যাসপেক্ট রেশিও ১৬:৯। ওয়েবক্যামের প্রতিটি পাশে ডুয়াল-লেড ফ্ল্যাশ মডিউলও রয়েছে। ল্যাপটপটি কোর আই৩-১০০৫জি১, কোর আই৫-১০৩৫জি১ এবং কোর আই৭-১০৬৫জি৭ কনফিগারেশনে পাওয়া যাবে। রয়েছে ৮ বা ১৬ গিগাবাইট র্যাম এবং ২৫৬/৫১২ গিগাবাইট এম.২ এনভিএমই পিসিএলই ৩.০ এসএসডি স্টোরেজ। কোর আই৩ ও কোর আই৫ এ ইনটেল ইউএইচডি গ্রাফিক্স থাকছে। কোর আই৭ এ থাকছে আইরিস প্লাস জি৭।

    দুটি ইউএসবি-সি পোর্ট, দুটি ইউএসবি-এ পোর্ট, একটি ফুল এইচডিএমআই কানেক্টর, একটি এসডি কার্ড স্লট এবং একটি হেডফোন/মাইক কম্বো জ্যাক রয়েছে৷ ল্যাপটপটিতে থাকছে ৫০ ওয়ারের ব্যাটারি। চার্জের জন্য ৪৫ ওয়াট ইউএসবি-সি পাওয়ার অ্যাডাপ্টার। ল্যাপটপটি একবার চার্জ দিয়েই ৯ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন। শুধু ওয়েব ব্রাউজিং করলে এক চার্জে ১১ ঘন্টা চলবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.