Friday, January 17, 2025
More

    সর্বশেষ

    ইউসিসি নিয়ে এলো এমএসআইয়ের গেমিং ল্যাপটপ

    ইউসিসি দেশের বাজারে নিয়ে এলো সর্বাধুনিক আরটিএক্স ৩০০০ সিরিজের গ্রাফিক্স কার্ড সম্বলিত বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এমএসআই এর গেমিং সিরিজ ল্যাপটপ। ইন্টেল ১১তম ও ১০ম প্রজন্মের কোরআই৭ এবং কোরআই৫ এই দুই ক্যাটাগরির ল্যাপটপগুলোতে রয়েছে আরটিএক্স ৩০৭০ এবং আরটিএক্স ৩০৬০ সিরিজের ৮ গিগাবাইট ডিডিআর৬ পর্যন্ত গ্রাফিক্স কার্ড।

    হাইঅ্যান্ড গ্রাফিক্স ছাড়াও এই সিরিজের গেমিং ল্যাপটপগুলোতে থাকছে ১৫.৬ ইঞ্চি ( ১৯২০x১০৮০) ফুল হাই ডেফিনেশন আইপিএস ডিসপ্লে ও সর্বোচ্চ ৩০০ হার্টজ রিফ্রেশরেট সুবিধা, যা গেমিংয়ে এ দিবে এক নতুন মাত্রা। এ ছাড়াও থাকছে ৩২০০ মেগাহার্টজের ৩২ গিগাবাইট ডিডিআর৪ মেমোরি, ২ টেরাবাইট এসএসডি হার্ডড্রাইভ,ওয়াইফাই-৬ ফিচার। ফোন: ০১৮৩৩৩৩১৬০১-১৭

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.