আসছে বুগাটি শিরন

0
1446

ফ্রান্সের হাই-পারফর্মেন্স গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান বুগাটি তাদের সর্বশেষ গাড়ি বাজারে এনেছিল ২০০৫ সালে। সেটি ছিল বুগাটি ভেরন। এরপর গত ১০ বছরে আর নতুন কোন গাড়ি বাজারে ছাড়েনি এ প্রতিষ্ঠানটি। তবে গাড়িপ্রেমীদের জন্য সুখবর হচ্ছে আগামী বছর বুগাটি আনতে যাচ্ছে তাদের নতুন গাড়ি।

নতুন এই গাড়িটির নাম দেয়া হয়েছে ‘বুগাটি শিরন’। ১৫০০ হর্সপাওয়ার ইঞ্জিনবিশিষ্ট এই গাড়ি মাত্র ২.৫ সেকেন্ডে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল গতিবেগ অর্জন করতে পারবে। তাহলে বুঝতেই পারছেন এ গাড়ি কতটা দ্রুতগামী।

 

 

সবার মতে বুগাটি ভেরনের জায়গা নিতে যাচ্ছে বুগাটি শিরন। নতুন এই গাড়ি ভেরনের চেয়ে ওজনে অনেকখানি হালকা হবে। এর হ্যান্ডেলিং অর্থাৎ গাড়ির নিয়ন্ত্রণক্ষমতাও হবে উন্নততর। তবে অনেক অত্যাধুনিক গাড়ির মত হাইব্রিড হতে যাচ্ছেনা এ গাড়ি। থাকবে quad-turbocharged W16 এবং  সরাসরি ফুয়েল ইনজেকশন যেটা কিনা এর শক্তিকে ১২০০ থেকে ১৫০০ পর্যন্ত নিয়ে যেতে পারবে।

শক্তিশালী ইঞ্জিনবিশিষ্ট বুগাটি শিরনের সর্বোচ্চ গতি কত হবে? ২৮৮ মাইল প্রতি ঘণ্টায়। অর্থাৎ এটি হতে যাচ্ছে পৃথিবীর দ্রুততম গাড়ি। তবে এসব তথ্যের কোনটাই এখনো নিশ্চিত করেনি বুগাটি।

আর দাম? পৃথিবীর দ্রুততম এ গাড়িটি কিনতে গেলে আপনাকে গুনতে হবে ২৫ লাখ ডলার।  

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে