Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    ‘আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অব উইমেন অন্ট্রোপ্রেনিওরস’ এর উদ্বোধন

    ক.বি.ডেস্ক: উতপাদন, বুটিক, খাবার, লেদার, পাটপণ্য, কারুশিল্প, আইটি, ই-কমার্সসহ বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয়েছে ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকের নামে ‘‘আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অব উইমেন অন্ট্রোপ্রেনিওরস’’। নির্বাচিত নারী উদ্যোক্তাদের ছয় মাস ধরে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেয়া হবে। এইসব সেশনে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসার বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নির্দেশনা ও প্রশিক্ষণ পাবেন। অংশগ্রহণকারীরা নিজেদের ব্যবসার ধরণ বিশ্লেষণ করার পাশাপাশি কীভাবে তা বিস্তৃত করা যায় তার পরিকল্পনা তৈরি করবেন। এরপর তাদের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে।

    গতকাল শুক্রবার (১৮ মার্চ) ঢাকার ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং এর ৭১ মিলনায়তনে আয়োজিত ‘আনিসুল হক কোহর্ট ফর গ্রোথ অব উইমেন অন্ট্রোপ্রেনিওরস’ এর উদ্বোধন করেন আনিসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. রুবানা হক। এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান, টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুল্লাহ নেয়ামুল করিম, বে সাইড এনালিটিক্সের পরিচালক শওকত হোসেন, ডিআইইউ’র ইনোভেশন অ্যান্ড অন্ট্রোপ্রেনিওরশিপ বিভাগের বিভাগীয় প্রধান মো. কামরুজ্জামান দিদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাধন মুনির হাসান এবং স্বাগত বক্তব্য রাখেন চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের পরিচালক সাজ্জাত হোসেন।

    ড. রুবানা হক বলেন, যত বড় ব্যবসায়ী হোন না কেন সবসময় নিজের ভেতর থেকে তাড়িত হতে হবে, ক্ষুধার্ত থাকতে হবে এবং নিজের চাহিদা অন্যকে বোঝাতে হবে। তাহলেই আপনার চলার পথ সুগম হবে। ব্যবসা করলে কী করে অন্যের কল্যাণ হয়, ব্যবসায়ী হিসেবে তা মাথায় রাখা অত্যন্ত জরুরী, তাতে উদ্যোগেও সফল হওয়া যায়। তাই এ বিষয়টি নারী উদ্যোক্তাদের সব সময় মনে রাখার পরামর্শ দেন তিনি।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেন এফ এম প্লাস্টিকের ব্যবস্থাপনা পরিচালক গাজী তৌহিদুর রহমান, লেদারিনা প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক তাসলিমা মিজি, ব্র্যাক ব্যাংকের এসএমই ব্যাঙ্কিং ডিভিশনের উইমেন অন্ট্রোপ্রেনিওর সেলের প্রধান খাদিজা মরিয়ম, বিডি এসিস্ট্যান্ট লিমিটেডের সহ প্রতিষ্ঠাতা উম্মে কুলসুম পপি ও তুলিকা ইকো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান চৌধুরী।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মাদি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাভিদুল হক, কুসুমকলির ব্যবস্থাপনা পরিচালক নাজমা খাতুন, উইর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা, সিত্রিসিক্সটির ব্যবস্থাপনা পরিচালক মাহজাবিন ফেরদৌস, ই-কুরিয়ারের সিইও বিপ্লব ঘোষ রাহুল, শাহীনস হেল্পলাইনের সিইও মো. আমিনুল ইসলাম, ট্যানের স্বত্বাধিকারী তানিয়া ওয়াহাব, আর্টেমিসের সিইও সুমনা শারমিন, ব্র্যান্ডিলেনের সিইও লিজা আক্তার, আইপিডিসির হেড অব এসএমই মাহমুদুর রহমান, ঢাকা আহসানিয়া মিশনের মোহাম্মদ আনিসুল কবির জাসির।

    নির্বাচিত কোহর্ট সদস্যরা হলেন- শাবাব লেদারের মাকসুদা খাতুন, সাত রঙের ফারহানা ইয়াসমিন, এক্সট্রা মাইল এজ কেয়ারের তাসলিমা সুলতানা, একাত্তর সোর্সিংয়ের জোতস্না বেগম, তুলিকা ইকোর ইসরাত জাহান, ফাইন ফেয়ার ক্র্যাফটের শাহান বেগম, আমরা পারি’র হাফিজা আক্তার রানি, ট্যাম ক্রিয়েশনর তানহা আক্তার মুক্তা, শ্রদ্ধা’র ফাহমিদা আহমেদ, এনেক্স লেদারের তাহমিনা আক্তার চমক, ক্যাফে শূন্য’র হাসনাত জাহান, অনুভব বাই জেবা’র তালুকদার জেবা জাহান, বিডি এসিস্ট্যান্টের উম্মে কুলসুম পপি, ওয়াসি ক্র্যাফটের আফসানা ইয়াসমিন, ফ্রেন্ডস কনসাল্টেন্সির শওকত আরা ফাতিমা মৌ, আশা ফুডের আসমা খাতুন, কারুশিল্পের তাহুরা বানু, ধবল’র আসমা হক, এআর ফিজিওথ্যারাপি সেন্টারের জেসমিন আক্তার, ফিউশন ফুড অ্যান্ড জেবি কালেকশনের ইসরাত জাহান বনানী, কেমকি বাংলাদেশ’র সায়মা সাদিয়া, পারফেকশন অফ পরিণীতার রওশন জাহান, পূর্ণতা ক্র্যাফটের সাবিহা ইসলাম বিথী, সিজনস বুটিকানোর জান্নাত সুলতানা, প্রয়াস’র নাসরিন জাহান সীমা, কাদম্বরি’র রাজবি তাসনিম, বাঙালি’র উর্মি রহমান, বেস্ট এইডের শারমিন সোমা, সানট্রেন্ড’র সানজিদা, রঙ্গিমা’র রুবানা করিম, এআরবি ডিজাইনের এনি রহমান বৃষ্টি, আইক্লে’র শিলা আক্তার, ডিএস ক্রিয়েশনের সায়েদা ওয়াকিমুন্নেসা, ফারহানা’স ড্রিমের ফারহানা আক্তার লাকি, আইকনিক ক্রিয়েশনসের স্বর্ণা আক্তার।

    আনিসুল হক ফাউন্ডেশন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের যৌথ আয়োজনে ৭ মাসব্যাপী এই কোহর্টে ৩৪ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছে। সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আনিসুল হক স্টাডি সেন্টার, ইনোভেশন অ্যান্ড অন্ট্রোপ্রেনিওরশিপ ডিপার্টমেন্ট এবং  নাগরিক টিভি।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.