Thursday, September 19, 2024
More

    সর্বশেষ

    ‘আইডিয়াথন বিজয়ী’ সেরা ৫ স্টার্টআপ এখন দক্ষিণ কোরিয়ায়

    ক.বি.ডেস্ক: বাংলাদেশের স্টার্টআপদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দেশের স্টার্টআপ ইকোসিস্টেম বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া যৌথভাবে আয়োজন করে ‘আইডিয়াথন কনটেস্ট’। আইসিটি বিভাগের আওতায় আইডিয়া প্রকল্পের মাধ্যমে আয়োজিত এই প্রতিযোগিতার সেরা ৫ বিজয়ী স্টার্টআপ হতে ১০ জন তরুণ উদ্যোক্তা ৬ মাস দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করবেন। সম্প্রতি আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়াথন কনটেস্টের বিজয়ীগণ আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকএর সঙ্গে সাক্ষাত করেন। পাশাপাশি বিজয়ী টিমগুলো বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন এর সঙ্গেও স্বাক্ষাত করেন।  

    গত সোমবার (৮ মার্চ ) কোরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন বিজয়ী ৫ টিম। সেরা ৫টিম হল-কৃষিয়ান, চার ছক্কা লিমিটেড, এএনটিটি রোবোটিক্স লিমিটেড, রক্ষী লিমিটেড এবং ছবির বাক্স। কোরিয়ার বিশেষজ্ঞ, উদ্ভাবক এবং প্রশাসকদের সঙ্গে আগামী ৬ মাস তাদের ব্যবসা ও বাণিজ্যিকীকরণের সুযোগ বিকাশের চিন্তাধারা নিয়ে কাজ করবেন বাংলাদেশের এই তরুণরা। কোরিয়া প্রোডাক্টিভিটি সেন্টার (কেপিসি) এবং কোরিয়া ইনভেনশন প্রমোশন অ্যাসোসিয়েশন (কাইপা) প্রতিষ্ঠানদ্বয় স্টার্টআপদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। এ ছাড়া আন্তর্জাতিক উদ্যোক্তা ও বেসরকারী বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ সহায়তার পাশাপাশি আন্তর্জাতিক পেটেন্ট, ডিজাইন, কপিরাইট এবং ট্রেডমার্ক অধিকার প্রাপ্তিতেও তাদের সহায়তা করা হবে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.