অ্যান্ড্রয়েডে ললিপপ

0
1777

ফ্রয়ো, জিঞ্জারব্রেড, আইসক্রিম স্যান্ডউইচ, জেলিবিন এবং কিটক্যাটের পর এবারে বাজারে এলো গুগল অ্যান্ড্রয়েডের নতুন অপারেটিং সিস্টেম ললিপপ। গত বুধবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের এ নতুন সংস্করণটির ঘোষণা দেয় গুগল। এটি অ্যান্ড্রয়েডের ১৩ তম মেজর রিলিজ। অ্যান্ড্রয়েড ৫.০ বা ললিপপ নামের এ সফটওয়্যারটি নেক্সাস-৬ স্মার্টফোন ও নেক্সাস-৯ ট্যাবলেট কম্পিউটার সাপোর্ট করবে। এ তথ্য জানিয়েছে বিবিসি।

গুগলের ভাইস প্রেসিডেন্ট এবং অ্যান্ড্রয়েড বিভাগের প্রধান সুন্দর পিশাই অ্যান্ড্রয়েড ললিপপ প্রসঙ্গে বলেন, “ললিপপ বা অ্যান্ড্রয়েড ৫.০ অপারেটিং সিস্টেম সব ডিভাইসে ব্যবহার উপযোগী এবং ব্যবহারকারীদের প্রয়োজনীয় কাস্টোমাইজ সুবিধা দিয়ে তৈরি করা হয়েছে।”

গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ললিপপের সুবিধা হচ্ছে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে গান, ছবি, অ্যাপ বা সাম্প্রতিক সার্চ করা বিষয়গুলো তৎক্ষণাৎ অন্যান্য অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসেও উপভোগ করা যাবে। অ্যান্ড্রয়েডের চিফ ইঞ্জিনিয়ার হিরোশি লকমার জানান, ব্যবসাক্ষেত্রে অ্যান্ড্রয়েডের ব্যবহার সহজলভ্য করতে নতুন এ সংস্করণে বেশি জোর দেয়া হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে