Tuesday, January 7, 2025
More

    সর্বশেষ

    অনলাইনে ‘দারাজ বইমেলা ২০২১’

    ‘‘বইয়ের ঘ্রাণে, সুবোধ জাগুক প্রাণে’’ স্লোগানে অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd) প্রথমবারের মত আয়োজন করেছে ‘দারাজ বইমেলা-২০২১’। মেলাটি চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। অসংখ্য লেখকের বিভিন্ন ধারার বিপুল সংখ্যক বইয়ের সমারোহ নিয়ে আয়োজন করা হয়েছে এই মেলার।

    ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিনা মূল্যে ডেলিভারি দেয়া হচ্ছে। অন্যপ্রকাশ, অন্বেষা, সূচীপত্র, জামিল’স কমিকস অ্যান্ড কালেক্টিবলসসহ বিভিন্ন জনপ্রিয় প্রকাশনীর বাংলা ও ইংরেজি সাহিত্যের বই, আত্মবিকাশ, বৈজ্ঞানিক কল্পকাহিনী, ভৌতিক, থ্রিলার, এবং শিশুতোষ বই ও কমিকস দারাজ বইমেলা ২০২১ এ পাওয়া যাচ্ছে।

    তিন হাজারেরও অধিক বইয়ের সংগ্রহ নিয়ে আয়োজিত দারাজ বইমেলায় বইপ্রেমীরা সহজেই তাদের পছন্দসই বই এবং প্রিয় লেখকদের খুঁজে পাবেন। মন ও মননকে আলোকিত করার ক্ষেত্রে বইয়ের অবদান অপরিসীম, তাই এই উদ্দেশ্যকে সামনে রেখে দারাজ কিছু নির্বাচিত বইয়ের উপর সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড় দিচ্ছে এবং বিকাশ, মাস্টারকার্ড, সিটি ব্যংক, এইচএসবিসি, মেঘনা ব্যাংক, প্রাইম ব্যাংক, শাহজালাল ব্যাংক এবং ইউসিবি গ্রাহকদের দিচ্ছে ১০ শতাংশ ক্যাশব্যাক।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.