বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (বিডিনগ) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান, এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) পলিসি সিগ চেয়ার ও ফাইবার অ্যাট হোমের চিফ টেকনোলজি অফিসার সুমন আহমেদ সাবির এপনিকের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এপনিকের ৪৯তম সম্মলনের শেষ দিনে (২১ ফেব্রুয়ারি) নির্বাহী কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। সুমন আহমেদ সাবিরের এ বিজয়ের মধ্য দিয়ে এপনিকের নির্বাহী কমিটিতে প্রথমবারের মতো কোন বাংলাদেশি জায়গা করে নিলেন। তিনি আগামী দুই বছর এপনিকের নির্বাহী কমিটিতে দায়িত্ব পালন করবেন।
নির্বাচনের ফলাফলের পর সুমন আহমেদ সাবির তার প্রতিক্রিয়ায় জানান, ইন্টারনেটের প্রসারে বাংলাদেশকে আরও ফোকাসে আনা যাবে। এ দায়িত্বের মাধ্যমে পলিসি কী হচ্ছে সেটা আগেই জানা যাবে। এতদিন ইন্টারনেটের বিশ্ব পর্যায়ে আমাদের কোন ভয়েস ছিল না, এখন অন্তত কথা বলার সুযোগ পাওয়া যাবে।
উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি অনলাইনে ভোট শুরু হয়। ৩টি পদের বিপরীতে ভোটগ্রহণ চলে। এতে প্রার্থী ছিলেন চারজন। একই দিন এপনিকের বার্ষিক সাধারণ সভায় বাংলাকে তাদের দাফতরিক ভাষা হিসেবে যুক্ত করার ঘোষণা দেয় এপনিক। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাভাষার প্রতি সম্মান জানিয়ে এপনিক এ সিদ্ধান্ত নেয়।
এপনিকের বার্ষিক সাধারণ সভায় এপনিকের নাম্বার রিসোর্স অর্গানাইজেশন (এনআরও) নাম্বার কাউন্সিলের (এনসি) সদস্য ও ফাইবার অ্যাট হোমের ডিজিএম সাইমন বাড়ৈ এপনিকের নির্বাহী কমিটির কাছে বাংলাকে দাফতরিক ভাষা হিসেবে যুক্ত করার আহ্বান জানান। এরপর সাধারণ সভাতে এপনিকের নির্বাহী কমিটির চেয়ারম্যান গৌরব রাজ উপাধ্যয়া এ ঘোষণা দেন। এদিকে আগামী ৩-১০ সেপ্টেম্বর ২০২০ এপনিকের ৫০তম সম্মেলন অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
টেকইকম ডেক্স