Thursday, September 12, 2024
More

    সর্বশেষ

    শিশু-কিশোরদের জন্য ‘অনলাইন বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২০’

    দেশে করোনা ভাইরাসের মহামারীর কারণে বর্তমানে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। তারই পরিপ্রেক্ষিতে প্রাইমারী ও হাইস্কুল ( তৃতীয় থেকে দশম শ্রেণী) শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চা অব্যহত রাখা, বিজ্ঞানকে জনপ্রিয় করা ও তাদের মানসিক বিকাশ অব্যাহত রাখা প্রয়োজন। এজন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির যৌথ উদ্যোগে অনলাইনে আয়োজন করতে যাচ্ছে ‘অনলাইন বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২০’।

    কুইজে বিজয়ীদের জন্য থাকছে মোট ৩০,০০০ টাকা পুরস্কার। প্রতি ক্যাটাগরিতে ৭ জন করে মোট ২১ জনকে এই অর্থ পুরস্কার হিসেবে দেয়া হবে। ইভেন্টের বিস্তারিত জানতে ভিজিট করতে হবে facebook.com/events/2682962882027323 ঠিকানায়। তৃতীয় থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা ৩টি ক্যাটাগরিতে ভাগ হয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে। ৩টি ক্যাটাগরি হচ্ছে: ১. প্রাইমারী ক্যাটাগরি (৩য়-৫ম শ্রেনী); ২. জুনিয়র ক্যাটাগরি (৬ষ্ঠ- ৮ম শ্রেনী); ৩. সেকেন্ডারি ক্যাটাগরি (৯ম-১০ম শ্রেনী ও এসএসসি ২০২০)।

    আগামী ২৭ জুন শনিবার রাত ৮টায় অনলাইনে এই বিজ্ঞান কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ৩০ মিনিটের এই কুইজে তৃতীয় থেকে দশম শ্রেণী ও এসএসসি ২০২০ এ উত্তীর্ণ শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করে অংশ নিতে পারবে। রেজিস্ট্রেশনের জন্য তাকে spsb.org/NMSTquiz এই ফর্মটি পূরন করতে হবে।

    অনলাইন বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ২০২০-এ পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও গণিত এই ৫টি বিষয়ে সর্বমোট ৩০টি প্রশ্ন থাকবে। এমসিকিউ ও লিখিত দুই ধরনের পদ্ধতিতে উত্তর করতে হবে। ৩০ টি প্রশ্নের জন্য ৩০ মিনিট দেয়া হবে। প্রতি প্রশ্নের জন্য ১ নাম্বার পাওয়া যাবে এবং ভুল উত্তরের জন্য ০.২৫ নাম্বার কাটা যাবে।

    আগামী ২৮ জুন রবিবার, বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির ফেইসবুক পেইজ facebook.com/SPSBZone থেকে লাইভে এই কুইজের ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল ও পুরস্কার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহসভাপতি মুনির হাসান।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.