Wednesday, January 8, 2025
More

    সর্বশেষ

    জাবরা হেডফোন

    ক.বি.ডেস্ক: সঙ্গীত প্রেমী, অডিও-ভিজ্যুয়াল সম্পাদনকারী এবং কলসেন্টারে কর্মরতদের জন্য তারহীন প্রযুক্তির হেডফোন নিয়ে এসেছে টেক রিপাবলিক। জাবরা মুভ স্টাইল সংস্করণের এই ব্লুটুথ হেডফোনটির মাধ্যেমে গান চালানো, থামানো ও বন্ধকরাই নয় স্কিপ করে পরের গান শোনা যায় আঙুলের আলতো পরশেই।এমনকি মাল্টিফাংশনাল বোতামের মাধ্যমে ট্যাপ্থ করে মিসড কল বা শেষ নম্বরে কলও করা যায়। আছে ভয়েস কলিং সুবিধাও। এতে ব্যবহৃত হয়েছে স্টেইনলেস স্টিলের হেডব্যান্ড। ফলে এটি যেমনটা সহজেই ভেঙ্গে যায় না; কানের ওপর আলতো ভাবে লেগে থাকলেও চেপে ধরে না।

    যেকোনো ব্লুটুথ সুবিধা ফোন, কমপিউটার, ট্যাবলেটের সঙ্গে জুড়ে ব্যবহার করা যায়। তিন সেকেন্ড সংযুক্ত হয়; জোড় বাঁধলে সহসা বিচ্ছিন্ন হয় না। আবার তারেও সঙ্গে জুড়ে ব্যবহার করা যায়। অপারেটিং সিস্টেম বা মডেল ভিন্নতায় কোনো সমস্যা হয় না। ব্যবহার করা যায় আকাশ পথেও। ১২ দিন স্ট্যান্ডবাই থাকে। একবার পূর্ণ চার্জে চলে টানা ১৪ ঘণ্টা। এক বছরের ওয়ারেন্টিযুক্ত এই হেডফোনটি মিলছে ছয় হাজার ৯০০ টাকায়। ফোন: ৫৫০২৫১৫১৬

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.