দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি নির্ভর ডেইরি ব্র্যান্ড গোয়ালার সঙ্গে দেশের শীর্ষ পেমেন্ট গেটওয়ে আমার পে’র মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি (৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় আমার পে অফিসে দুই পক্ষের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করেন উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
কর্পোরেট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গোয়ালার পরিচালক মেহেদি হাসান সাগর, রুবায়েত হোসেন, আমার পে’র প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং পার্টনার এ এম ইশতিয়াক সারওয়ারসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চুক্তি অনুসারে আমার পে তাদের কর্পোরেট গ্রাহকদের জন্য প্রাথমিকভাবে বিভিন্ন উতসবে গোয়ালার বিভিন্ন ধরনের ডেইরি পণ্য সামগ্রী নেবে এবং উপহার দেবে। এ ছাড়াও সফট টেক ইনোভেশনের বা আমার পে’র সব কর্মীরা এখন থেকে গোয়ালার যে কোনো পণ্যে ১০ শতাংশ স্পেশাল ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।