Wednesday, January 8, 2025
More

    সর্বশেষ

    গিগাবাইট গ্রাফিক্স কার্ড

    গিগাবাইটের নতুন মডেলের গেমিং ওসি সিক্স জি জিপিইউ গ্রাফিক্স কার্ড পাওয়া যাচ্ছে। ভেতরে ট্রিপল এক্স উইন্ডফোরস ডিজাইনের ফ্যান রয়েছে। এই জিপিইউর মধ্যে ৮ পিন দেওয়া হয়েছে । এই জিপিইউটির ১৪০৮ কুডা কোরস রয়েছে টোটাল পাওয়ার ড্র ১২৫ তাই এর আলাদা ডেডিকেটেড সাপ্লাই অ্যাড করতে হবে।

    তিনটি ডিসপ্লে পোর্ট এবং একটি এইচডি এম আই পোর্টের অপশন দেওয়া হয়েছে। ১৬৬০ এর তুলনায় অনেক পরিবর্তন করা হয়েছে এবং ম–ল পার্থক্য হল এর যে মেমোরি ক্লক ১৪০০০ মেগাহার্জ  যার ফলে টোটাল যে ব্যান্ডউইথ তা ৩৬০জিবি পার সেকেন্ড এবং এর মধ্যে ৬জিবি জিডিডিআর৬  মেমোরি রয়েছে যেটা জিডিডিআর৫ ছিল ১৬৬০ এর মধ্যে। এর কারনে ১৬৬০ সুপার এর সর্বোচ্চ পাওয়ার ড্র ৪৫০  ওয়াট।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.