Sunday, December 29, 2024
More

    সর্বশেষ

    স্মার্ট টেকনোলজিসে এইচপি লেজার প্রিন্টার

    স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে এইচপির এম১০০০ এবং ১০০০ডব্লিউ মডেলের নেভারস্টপ লেজার প্রিন্টার। প্রিন্টার দুটিতে প্রাথমিক টোনার দিয়ে প্রতি মিনিটে ২০টি করে পাঁচ হাজারেরও বেশী পৃষ্ঠা প্রিন্ট করা সম্ভব। তাছাড়াও পরবর্তীতে প্রতি টোনারে ২৫০০ পেজ প্রিন্ট করা যাবে যার মুল্য হবে একেবারেই হাতের নাগালে। এই লেজার প্রিন্টার ইউজারদের সর্বনিম্ন খরচে প্রিন্টের নিশ্চয়তা দিচ্ছে।

    স্ট্যান্ডার্ড প্রিন্টিং নিয়ম অনুযায়ী এই প্রিন্টারগুলোতে মাত্র ৬৫ পয়সা খরচে প্রতি পৃষ্ঠা প্রিন্ট করা যাবে। ওয়াই-ফাই এবং ফ্রি অ্যাপস সুবিধাসহ থাকছে ম্যানুয়াল ডুপেস্নঙ্ প্রিন্টিং এবং এলইডি কন্ট্রোল প্যানেল। ৩২ মেগাবাইট মেমোরি সম্পন্ন, ১৫০ পেইজ ইনপুট ক্যাপাসিটি। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। ফোন: ০১৭৩০৩১৭৭৩৩।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.