উন্মাদ জেসিসি কমিকন ২০১৪

0
1636

আগামীকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০১৪) ‌'Unmad JCC comic con 2014' রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত হতে যাচ্ছে।

চলবে ১৩-১৫ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত নানা আয়োজন দিয়ে সাজানো হয়েছে উৎসবটি। ছোটদের জন্য নতুন সংযোজন রয়েছে এবারে ।অনুষ্ঠানস্থলে টিকিট কেনার ব্যবস্থা রয়েছে।

এছাড়া ২০০ টাকা মূল্যের এই টিকেট পাওয়া যাবে ধানমণ্ডি অরচার্ড পয়েন্ট, মোহাম্মাদপুর, গুলশান, কাকরাইল, বসুন্ধরা সিটি, বসুন্ধরা আবাসিক এলাকার হলমার্ক কার্ডস এবং বনানীর ক্যাফে হলিউডে। তবে ৩ ফিট ২ ইঞ্চি উচ্চতার নিচের বাচ্চাদের জন্য প্রবেশ ফ্রি ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে