ইয়াহু জরিপে বছরের সেরা গাড়ি

0
2196

২০১৪ সালের সবচাইতে স্মার্ট, দুর্দান্ত গাড়ি হিসেবে নির্বাচিত হয়েছ ডজ ব্র্যান্ডের 'চার্জার হেলকাট' মডেলের গাড়িটি।

ইয়াহু'র ফ্যানদের 'বােল্ডেস্ট কার অফ দ্য ইয়ার- ২০১৪' জরিপে করভেট জেড-০৬, বিএমডব্লিউ আই-৮ আর ল্যাম্বরগিনি হ্যারিকেন মডেলের গাড়িগুলোকে পেছনে ফেলে নির্বাচিত হয় এটি। মোট ১০টা গাড়িকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছিলো এই তালিকায়।

সবগুলোর মধ্যে ৫৪ শতাংশ ভোট পেয়ে ‘বোল্ডেস্ট কার অফ দ্য ইয়ার-২০১৪’ নির্বাচিত হয় ডজ চার্জার হেলকাট। সবাই এ ব্যাপারে একমত যে পারফরম্যান্স, স্টাইল আর দামের দিক বিবেচনায় ডজ চার্জার হেলকাটের সাথে তুলনা হয় না অন্য কোন গাড়ির।

৭০৭ হর্সপাওয়ারের এই গাড়িটির দাম পড়বে মাত্র ৬২,২৯৫ ডলার।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে