কাভার ড্রাইভ শট

0
5099

ক্রিকেট খেলায় প্রায়ই ধারাভাষ্যকার বলে থাকেন, ব্যাটসম্যান কাভার ড্রাইভ করে বল পাঠিয়ে দিলেন সোজা সীমানার বাইরে। মনে প্রশ্ন জাগতেই পারে, কাভার ড্রাইভ শট আসলে কোনটা?

কাভার ড্রাইভ আসলে এমন একটা শট যেখানে ব্যাটসম্যান ব্যাটটাকে সোজা সামনের দিকে কিছুটা তুলে কোন শট খেলেন। এ সময় ব্যাটসম্যান ব্যাটকে লম্বালম্বিভাবে ধরে এরপর শট খেলেন।

আর এ ধরণের শটের পর বল চলে যায় ব্যাটসম্যানের সামনের দিকের কোন ফিল্ডিং অঞ্চলে।

তবে কাভার ড্রাইভ শট হতে হয় মাঠের একটা নির্দিষ্ট অংশে যে অংশটাকেই বলে কাভার অঞ্চল। ছবিটা দেখলেই কাভার ড্রাইভ অঞ্চলটুকু সম্পর্কে ভালোমত বুঝা যাবে।

তবে কাভার ড্রাইভের মত একই ভঙ্গিতে আরও কয়েকরকম শট খেলা যায়।

এগুলোর নাম নির্ভর করে মাঠের কোন অংশের দিকে লক্ষ্য করে আসলে শট খেলা হয়েছে তার উপর।

যেমনঃ মিড-অন অঞ্চলে খেললে তার নাম অন-ড্রাইভ (On drive), আবার মিড-অফ অঞ্চলে খেললে তার নাম হয় অফ-ড্রাইভ (Off drive), বোলারের পাশ ঘেঁষে বল চলে গেলে সেটি হয় স্ট্রেইট ড্রাইভ (Straight drive) আর পয়েন্ট অঞ্চলে বল মারলে সেটিকে বলে স্কয়ার ড্রাইভ (Square drive)।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে