Thursday, January 16, 2025
More

    সর্বশেষ

    বেসিস-এর ২২তম বার্ষিক সাধারণ সভা

    ক.বি.ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বেসিসের অব্যাহত অবদান তুলে ধরা হয়। সঙ্গে সঙ্গে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি জাতিকে পঞ্চম শিল্প বিপ্লবের জন্য এখনই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

    গতকাল শনিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার একটি স্থানীয় সেন্টারে অনুষ্ঠিত বেসিসের ২২তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। বেসিস সহ-সভাপতি (প্রশাসন) শোয়েব আহমেদ মাসুদ বেসিসের ২০২০ সালের কার্যবিবরণী তুলে ধরেন। সহ-সভাপতি (অর্থ) মুশফিকুর রহমান বিগত ২০১৯-২০২০ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন।

    সভায় বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বিশ্বে এখন ডিজিটাল প্রযুক্তির অভাবনীয় অগ্রগতি ঘটে চলেছে। আগামী দিনগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যানো টেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, বায়ো টেকনোলজি, রোবোটিক্স, আইওটি, ফাইভজি, থ্রিডি মুদ্রণ এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় যানবাহন প্রযুক্তি আমাদের চেনা পৃথিবীকে আমূল বদলে দেবে। আমাদের সৌভাগ্য আমরা ডিজিটাল বাংলাদেশ সফল বিনির্মাণের পথে আছি। আমাদের আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে।

    তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের শ্রমবাজারের অনেক চাকরীর বিলুপ্তি ঘটাবে। এক্ষেত্রে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। আমাদের বর্তমান শ্রমবাজারের নিয়োজিত অনেককে আমাদের রিস্কিলিং ও আপস্কিলিং করে গড়ে তুলতে হবে। যাতে আমরা তাদেরকে অন্য কোন সেক্টরে নিয়োজিত করতে পারি। আর এজন্য আমাদের এখন থেকেই সরকারি ও বেসরকারি পর্যায়ে কাজ শুরু করতে হবে।

    ২২তম বার্ষিক সাধারণ সভায় ‘‘বেসিস ডিজিটাল শপ’’ এর উদ্বোধন করা হয়। বেসিস সদস্য প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা ছাড়াও দেশ-বিদেশ থেকে যে কেউ অনলাইনে কেনাকাটা করতে পারবেন এবং কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।

    সভায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেসিস এর ভূমিকা শক্তিশালী করা, সরকারি কাজে বাংলাদেশি সফটওয়্যার কোম্পানির অগ্রাধিকার নিশ্চিতকরণ, বিদেশ থেকে হার্ডওয়্যার ও সফটওয়্যার আমদানির ক্ষেত্রে দেশীয় প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা ও দেশে উতপাদন করার শর্ত জুড়ে দেওয়ার জন্য সরকারকে রাজি করানো, ইন্ডাস্ট্রি রিসার্চ বাড়ানো, বেসিস সচিবালয় শক্তিশালীকরণ, বেসিসের চলমান কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা ও নতুন নতুন কার্যক্রম গ্রহণে বেসিসকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান বেসিস সদস্যরা। বার্ষিক সাধারণ সভায় বেসিসের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

    অন্যান্যদের মধ্যে বেসিসের প্রাক্তন সভাপতিবৃন্দ, বেসিসের সাবেক পরিচালকবৃন্দ, স্থায়ী কমিটির চেয়ারম্যানবৃন্দ, কো-চেয়ারম্যানবৃন্দ, বেসিসের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, পরিচালক তামজিদ সিদ্দিক স্পন্দন, পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম ডিউক, পরিচালক দিদারুল আলম, পরিচালক রাশাদ কবির এবং বেসিসের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.