ক.বি.ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ওয়ান টিম প্যানেলের প্যানেল প্রধান এবং টিম ক্রিয়েটিভের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ। গতকাল (২৮ ডিসেম্বর) বেসিস কার্যালয়ে ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির এই পদবণ্টন ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এস এম কামাল।
বেসিসর ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হলেন গিগা টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা। সহসভাপতি (প্রশাসন) এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু দাউদ খান। সহ-সভাপতি (অর্থ) পাঠাও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম আহমেদ।
বেসিসর ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির ৭জন পরিচালক পদে নির্বাচিত হয়েছেন টেকনো হেভেন কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ নিয়ামুল করিম; টেকনোগ্রাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম বাবু; স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; ড্রিমার্জ ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানভীর হোসেন খান; অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এবং ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির।
উল্লেখ্য, গত রবিবার (২৬ ডিসেম্বর) বেসিসের ২০২২-২০২৩ মেয়াদের ১৪তম ইসি নির্বাচন গুলশান-১ এ অবস্থিত স্যুটিং স্পর্ট ফেডারেশন ক্লাবে অনুষ্ঠিত হয়।এবারের নির্বাচনে প্যানেল ভিত্তিক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করেন। এবারের নির্বাচনে সাধারন বিভাগে ওয়ান টিম প্যানেল সংখ্যাগরিষ্ঠতা পায়। সাধারণ বিভাগে প্যানেল প্রধান রাসেল টি আহমেদ, সামিরা জুবেরি হিমিকা, আবু দাউদ খান, আহমেদুল ইসলাম বাবু নির্বাচিত হন। সহযোগী বিভাগে তানভীর হোসেন খান এবং অধিভুক্ত বিভাগে ফাহিম আহমেদ নির্বাচিত হন। ৬টি পরিচালক পদ পায় ওয়ান টিম প্যানেল। সিনার্জি স্কোয়াড প্যানেলে সাধারণ বিভাগে প্যানেল প্রধান হাবিবুল্লাহ নিয়ামুল করিম, মুশফিকুর রহমান, মোস্তাফিজুর রহমান সোহেল এবং রাশাদ কবির। ৪টি পরিচালক পদ পায় সিনার্জি স্কোয়াড। আন্তর্জাতিক বিভাগে কোনো প্রার্থী না থাকায় মাস্টার কার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ এম কামাল বিনা প্রতিদ্বন্ন্দিতায় নির্বাচিত হন।
এবারের নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন বেসিসের সাবেক সভাপতি এস এম কামাল। নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় ছিলেন বেসিসের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রাউলি এবং সাবেক মহাসিচব খন্দকার আতিক-ই রব্বানি। অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান ছিলেন বেসিসের সাবেক সভাপতি এ তৈাহিদ। অ্যাপিল বোর্ডের সদস্যদ্বয় ছিলেন হলেন বেসিসের উপদেষ্টা শেখ আব্দুল আব্দুল আজিজ এবং উপদেষ্টা আব্দুল্লাহ এইচ কাফি।
বেসিসর নবনির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদ ২০১২-২০১৪ মেয়াদে বেসিসর মহাসচিব এবং ২০১৪-২০১৬ ও ২০১৬-২০১৮ মেয়াদে জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তিনি বেসিসের বিভিন্ন উদ্যোগ যেমন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪, আইটি মার্কেটিং সামিট, বাংলাদেশ ইন্টারনেট উইক, ওয়ান বাংলাদেশের মতো বিভিন্ন আয়োজনের নেতৃত্ব দেন। বেসিস ও দেশের আইসিটি খাতের উন্নয়নে বিভিন্ন পলিসি তৈরি ও বাস্তবায়ন, সদস্যদের উন্নয়নে ভূমিকা রাখেন। এ ছাড়া আইসিটি সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সের (অ্যাপিকটা) মার্কেটিং চেয়ারপার্সন নির্বাচিত হয়েছিলেন তিনি। তার নেতৃত্বেই বাংলাদেশে আইসিটির অস্কারখ্যাত এপিকটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়।
বেসিস ছাড়াও রাসেল টি আহমেদ শিক্ষা বিষয়ক বাংলাদেশের দুটি জনপ্রিয় টেলিভিশন শো স্পেলিং বি এবং সায়েন্স রক অনুষ্ঠানের আয়োজক। তার প্রতিষ্ঠান টিম ক্রিয়েটিভ শিক্ষার্থীদের অনলাইন সুরক্ষায় ইউনিসেফ ও টেলিনরের সঙ্গে যৌথভাবে বি স্মার্ট, ইউজ হার্ট শীর্ষক ক্যাম্পেইন আয়োজন করে।
২০১০ সালে নিজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আগে রাসেল টি আহমেদ আমরা নেটওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা, কিউবির প্রধান বিপণন কর্মকর্তা, ফাইবার অ্যাট হোমের প্রধান কৌশলগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০০৮-২০০৯ মেয়াদে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) মহাসচিব ছিলেন।