Wednesday, January 15, 2025
More

    সর্বশেষ

    নাসার গ্লোবাল ফাইনালিস্ট ‘অনারেবল মেনশন’ তালিকায় বাংলাদেশ

    যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা সম্প্রতি তাদের ওয়েবসাইটে ‘নাসা স্পেস অ্যাপস প্রতিযেগিতা ২০২০’ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ‘‘অনারেবল ম্যানশন’’-এর তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ১৫০ দেশের ৩৮০০ প্রজেক্টের মধ্যে বাংলাদেশের টিম বুয়েট জেনিথ গ্লোবাল ফাইনালিস্টের অনারেবল মেনশন তালিকাতে স্থান করে নিয়েছে।

    টানা ৬ষ্ঠ বারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) তত্ত্বাবধানে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২০ এ অংশগ্রহণ করে বাংলাদেশ। প্রতিযোগিতার আয়োজক হিসেবে বেসিস বাংলাদেশের ৯টি শহরে বড় পরিসরে প্রতিযোগিতার আয়োজন করে। সেখান থেকে প্রতিযোগিতায়  বিজয়ী ও রানার্স আপ দলের  ১৭টি প্রজেক্ট নাসায় জমা দেয় বেসিস। তন্মধ্যে চূড়ান্ত পর্বের ঢাকা জেলার টিম বুয়েট জেনিথ এবং বরিশাল জেলার টিম ভ্যাকপিকার গ্লোবাল ফাইনালিস্ট ৪০ টীমের ভিতর জায়গা করে নিয়েছিল।

    বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, ২০১৮ সালের মতো এই বছরেও নাসা স্পেস অ্যাপ প্রতিযোগিতায় আবারোও বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দল বুয়েট জেনিথ। এটি আমাদের জন্যে অত্যন্ত গর্বের বিষয়। বাংলাদেশের তরুণরা এ ভাবেই দেশকে বারবার বিশ্বের দরবারে সম্মানজনক স্থানে তুলে ধরবে বলে আমার বিশ্বাস।

    নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২০ এর আহ্বায়ক দিদারুল আলম  বলেন, প্রতিবারের মতো এবারো বেসিসের তত্ত্বাবধানে নাসাতে আমাদের দেশের ১৭টি প্রজেক্ট জমা দিয়েছিলাম। যার মধ্যে অনারেবল মেনশন তালিকায় জায়গা করে নিয়েছে বুয়েট জেনিথ। যা আমাদের দেশের জন্য খুবই গর্বের। এ ছাড়া আমাদের দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে তার প্রমাণও বলা যেতে পারে এটি।

    নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ এর উপদেষ্টা আরিফুল হাসান অপু বলেন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২০ এই অর্জন আমাদের জন্যে গৌরবের, আমরা বিশ্বাস ও প্রত্যাশা করি সাফল্যের এই ধারা অব্যাহত থাকবে এবং আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবো।

    বুয়েট জেনিথ প্রকল্পের মেহরাব হক জানান, তারা মূলত নাসার তথ্য ব্যবহার করে স্যোসাল প্ল্যাটফর্ম মাধ্যমে মানুষের সঙ্গে স্যাটেলাইটের সংযোগ বৃদ্ধি কাজ করছে। মহাকাশে কোন স্যাটেলাইট কোথায় অবস্থা করছে এই সকল তথ্য সংগ্রহ করে খুব সহজে মানুষের কাছে পৌছে দেওয়া হলো তাদের প্রকল্পের মূল কাজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দল বুয়েট জেনিথ এর সদস্যরা- ফাবিয়া তাসনীম, মেহরাব হক, তামিমুল এহসান, রাবিব যাহিন, জিহাদুল করিম, হাসান মাসুম সকলেই অনেক আনন্দিত যে তাদের প্রকল্প বৈশ্বিক পর্যায়ে অনারেবল মেনশন-ই জায়গা করে নিতে পেরে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.