Tuesday, December 24, 2024
More

    সর্বশেষ

    আসছে লেনোভো ‘থিংকফোন’

    কনজ্যুমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-তে লেনোভো তাদের জনপ্রিয় ল্যাপটপ সিরিজ থিংকপ্যাডের কাছাকাচি নামে নতুন স্মার্টফোনের ঘোষণা দেবে। অনেকেই জানিয়েছেন, ফোনটির নাম হতে পারে ‘থিংকফোন’। তবে সেই অফিসিয়াল ঘোষণার আগেই লিকস্টার ইভলিকস এই ডিভাইসটি সম্পর্কে তথ্য ফাঁস করেছেন।

    লেনোভোর স্মার্টফোন এক সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। কিন্তু পরবর্তীতে সেই জনপ্রিয়তায় ভাটা পড়ে প্রতিযোগী অন্যান্য কোম্পানিগুলোর আকর্ষণীয় স্মার্টফোনের কারণে।

    লেনোভোর থিংকপ্যাড সিরিজের ল্যাপটপগুলো বাজারে এখনও আগের মতোই দাপট দেখিয়ে চলেছে। এখনও ল্যাপটপের সেগমেন্টে একপ্রকার মনোপলি চালিয়ে যাচ্ছে তারা। এবার লেনোভো তার ‘থিংকপ্যাড’ ব্র্যান্ডিংয়ের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে প্রথম ‘থিংকফোন’ বাজারে নিয়ে আসতে তোড়জোড় শুরু করে দিয়েছে।

    ইভলিকস জানিয়েছেন, লেনোভো থিংকফোন সিরিজের সাথে একাধিক পণ্য থাকবে। সেগুলো হলো, লেনোভো থিংকট্যাব এক্সট্রিম, লেনোভো স্মার্টপেপার, লেনোভো ম্যাজিকবে এবং লেনোভো ইয়োগা ৯আই।

    ওই টিপস্টারের শেয়ার করা তথ্য অনুযায়ী, লেনোভো থিংকফোন দেখতে অনেকটাই লেনোভো থিংকপ্যাড ল্যাপটপের মতো, যাতে রাগড্ ব্যাক প্যানেল এবং মেটাল ফ্রেম থাকছে। পারফরম্যান্সের দিক থেকে এই স্মার্টফোন চালিত হবে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের সাহায্যে। দুর্দান্ত একটি ডিসপ্লে দেওয়া হচ্ছে ফোনটিতে।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.