আমরা কোন বস্তু যে রঙের দেখি প্রকৃতপক্ষে সেই বস্তুর রং সেটা নয়। যেমনঃ একটা লাল বল সত্যিকারভাবে লাল নয়। মূল ঘটনা হচ্ছে, বলটি লাল রং বাদে বাকি সব বর্ণের আলো শোষণ করে নিতে পারে। একারণেই বলটি আসলে লাল দেখায়। এ ঘটনা সকল বস্তুর ক্ষেত্রেই ঘটে।
দিনের বেলা সূর্যের আলোতে গাছের পাতা সবুজ দেখায়। নিশ্চয়ই জানো যে সূর্যের আলোতে রংধনুর সাতটি রঙই থাকে। ফলে গাছের সবুজ পাতা বাকি সবগুলো আলোই শোষণ করে নেয় শুধুমাত্র সবুজ রং ছাড়া। কিন্তু লাল আলোতে গাছের সবুজ পাতার রং দেখায় কালো রঙের। কেন? ঐ যে বললাম, সবুজ পাতা সবুজ রং বাদে অন্য সব আলোই শোষণ করে নেয়। তাই লাল আলোও শোষণ করে নেয়। ফলে কোন আলোই পাতা থেকে প্রতিফলিত হয় না এবং একারণেই লাল আলোতে গাছের সবুজ পাতা কালো দেখায়।