গরম পানিতে রং দ্রুত ছড়ায় নাকি ঠাণ্ডা পানিতে ?
কি কি লাগবেঃ
- গরম পানি দিয়ে পূর্ণ একটি পরিষ্কার গ্লাস
- ঠাণ্ডা পানি দিয়ে পূর্ণ একটি পরিষ্কার গ্লাস
- নীল রং
- একটি ড্রপার (Dropper)
পরীক্ষাঃ
- একই পরিমাণ গরম ও ঠাণ্ডা পানি নিয়ে দুটি পৃথক গ্লাস পূর্ণ করবো
- এবার, উভয় গ্লাসে ড্রপার দিয়ে এক ফোঁটা নীল রংগরম ও ঠাণ্ডা পানিতে ছাড়বো
- দেখো তো, কোন গ্লাসে রং দ্রুত ছড়াচ্ছে ?
ফলাফল :
গরম পানির অণুগুলো ঠাণ্ডা পানির চেয়ে দ্রুত চলাচল করে। তাই গরম পানিতে নীল রঙটি ছাড়ার পর দ্রুত পানিতে ছড়িয়ে পড়ে।