কার্বন-ডাই অক্সাইড গ্যাস অম্লধর্মী

0
8247

বন্ধুরা, এই পরীক্ষার জন্য আমাদের একটা কাচনল ও নীল লিটমাস পেপার লাগবে। অর্থাৎ পরীক্ষানলে কার্বন-ডাই অক্সাইড গ্যাস নিয়ে এর ভিতরে নীল লিটমাস পেপার প্রবেশ করাতে হবে। আমরা জানি, অম্লধর্মী গ্যাস নীল লিটমাস পেপারকে লাল বর্ণে রূপান্তর করবে। তাহলে বন্ধুরা, কার্বন-ডাই অক্সাইড গ্যাসের ভিতরে নীল লিটমাস পেপার প্রবেশ করালে তোমরা দেখতে পারবে তা লাল বর্ণ হয়ে গেছে। অর্থাৎ কার্বন-ডাই অক্সাইড গ্যাস একটি অম্লধর্মী গাস।“কার্বন-ডাই অক্সাইড  একটি অম্লধর্মী গ্যাস” তা পূর্ণভাবে নিশ্চিত করতে আমরা কার্বন-ডাই অক্সাইডের সাথে পানির বিক্রিয়া করে দেখি। যদি বিক্রিয়ায় ক্ষার উৎপন্ন হয় তাহলে তা এসিড নয়। বিক্রিয়াটা হচ্ছে

CO2 + H2O     =      H2CO3

 উৎপন্ন H2COএকটি এসিড(কার্বনিকএসিড)তাহলে আমরা বলতে পারি, কার্বন-ডাই অক্সাইড গ্যাস একটি অম্লধর্মী গাস। 

 

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে