Tuesday, January 21, 2025
More

    সর্বশেষ

    অ্যামোনিয়া গ্যাস ক্ষারধর্মী

    বন্ধুরা, এই পরীক্ষার জন্য আমাদের একটা কাচনল ও লাল লিটমাস পেপার লাগবে। অর্থাৎ পরীক্ষানলে অ্যামোনিয়া গ্যাস নিয়ে এর ভিতরে ভেজা লাল লিটমাস পেপার প্রবেশ করাতে হবে। আমরা জানি, ক্ষারধর্মী গ্যাস লাল লিটমাস পেপারকে নীল বর্ণে রূপান্তর করবে। তাহলে বন্ধুরা, অ্যামোনিয়া গ্যাসের ভিতরে লাল লিটমাস পেপার প্রবেশ করালে তোমরা দেখতে পারবে তা নীল বর্ণ হয়ে গেছে। অর্থাৎ অ্যামোনিয়া একটি ক্ষারধর্মী গাস। “অ্যামোনিয়া একটি ক্ষারধর্মী গ্যাস” তা পূর্ণভাবে নিশ্চিত করতে আমরা অ্যামোনিয়ার সাথে পানির বিক্রিয়া করে দেখি। যদি বিক্রিয়ায় এসিড উৎপন্ন হয় তাহলে তা ক্ষার নয়। বিক্রিয়াটা হচ্ছে,

                                                        NH3 + H2O    =        NH4OH

    উৎপন্ন NH4OH এসিড নয় বলে আমরা বলতে পারি অ্যামোনিয়া একটি ক্ষারধর্মী গ্যাস। 

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.