- 21 মিটার দৈর্ঘ্য ও 15 মিটার প্রস্থবিশিষ্ট একটি বাগানের বাইরে চারদিকে 2 মিটার চওড়া একটি পথ আছে। প্রতি বর্গমিটার 25 টাকা হিসাবে পথটিতে ঘাস লাগাতে মোট কত খরচ হবে ?
- 4000 টাকা
- 4200 টাকা
- 3500 টাকা
- 3800 টাকা
দেওয়া আছে, বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 21 ও 15 মিটার।
সুতরাং, বাগানের ক্ষেত্রফল = 21 X 15 = 315 বর্গমিটার
রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য = (21+ (2+2)) = 25 মিটার
রাস্তাসহ বাগানের প্রস্থ= (15+ (2+2)) = 19 মিটার
তাহলে, রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল = 25 X 19 = 475 বর্গমিটার
অতএব, পথের ক্ষেত্রফল = 475 – 315 = 160 বর্গমিটার।
যেহেতু, প্রতি বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় = 25 টাকা
সুতরাং, 160 বর্গমিটার ঘাস লাগাতে খরচ হয় = 25 X 160 = 4000 টাকা
procharona@gmail.com pr@procharona.com