আগুনের পাশে তাপ কম

0
2789

বন্ধুরা, একটা মজার জিনিস খেয়াল করেছো কি? আগুনের পাশে যদি তুমি হাত রাখো তাহলে তোমার হাতে যতটুকু গরম লাগবে, সেই একই দূরত্বে আগুনের উপরের দিকে হাত রাখলে তার চাইতে অনেক বেশি গরম লাগবে। কিন্তু কেন জানো?

তাপ আসলে তিন পদ্ধতিতে সঞ্চালিত হয় বা এক স্থান থেকে অন্য স্থানে যায়। পরিবহন, পরিচলন ও বিকিরণ। কঠিন পদার্থে পরিবহন পদ্ধতিতে আর তরল পদার্থে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। অপরদিকেবায়বীয় পদার্থে তাপ পরিবহন ও বিকিরণ উভয় পদ্ধতিতেই সঞ্চালিত হয়। কিন্তু পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হবার সময় নিচের বায়ু তাপ গ্রহণ করে হালকা হয়ে উপরে উঠে যায় অর্থাৎ পরিচলন পদ্ধতিতে বায়ুতে তাপ শুধু উপরের দিকে সঞ্চালিত হয়। বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় চারিদিকে ও সমানভাবে। আগুনের পাশের কোন স্থানে তাপ শুধু বিকিরণ পদ্ধতিতেই সঞ্চালিত হয়। কিন্তু একই দূরত্বে উপরের কোন স্থানে তাপ বিকিরণ পদ্ধতিতে ছাড়াও পরিবহন পদ্ধতিতেও সঞ্চালিত হয়। এই কারণে একই দূরত্বে পাশের কোন স্থান থেকে উপরের কোন স্থানে একইসাথে দুই পদ্ধতিতে তাপ সঞ্চালিত হওয়ায় বেশি তাপ সঞ্চালিত হয়। ফলে পাশের কোন স্থান থেকে একই দূরত্বে ঠিক উপরে গরম বেশি লাগে।

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে