প্রচারণা ডটকম: অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক, যাকে অনেকেই “টিম অ্যাপল” নামে মজার ছলে ডাকেন, সম্প্রতি তার অবসর পরিকল্পনা নিয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি অ্যাপল এবং নিজের ভূমিকাকে কেন্দ্র করে বেশ কিছু কথার উত্তর দেন।
অ্যাপলের ইতিহাস নিয়ে কথোপকথনের এক পর্যায়ে তার সিইও পদে অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে কুক বলেন, “এই প্রশ্নটি এখন আমাকে অনেক বেশি জিজ্ঞাসা করা হয়। আমি বয়স বাড়তে দেখছি, চুল পাকা হচ্ছে। তাই এটা স্বাভাবিক”।
টিম কুক বলেন, “যখন আমার ভেতরের কণ্ঠ বলবে ‘সময় হয়েছে’, তখনই আমি থামবো। এখানে কাজ করাটা আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার”।
কুক ১৯৯৮ সাল থেকে অ্যাপলের সঙ্গে যুক্ত আছেন। তিনি স্টিভ জবসকে “সবচেয়ে ব্যতিক্রম সিইও” বলে উল্লেখ করেন এবং বলেন যে অ্যাপল পার্কে এখনও তিনি স্টিভের উপস্থিতি অনুভব করেন।
অ্যাপলের সিইও হিসেবে কুকের কৌশল তাকে সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছে। জবসের মৃত্যুর পর কুক একটি ভারসাম্যপূর্ণ কৌশলে কোম্পানির নেতৃত্ব দিয়েছেন। তার দৃঢ় ও সুসংগঠিত পরিকল্পনা অ্যাপলকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
যদিও কুক নিজে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেননি, কিন্তু এটা স্পষ্ট যে তিনি খুব বেশিদিন আর এই পদে থাকবেন না। কুক তার স্বাস্থ্য সম্পর্কে সবসময় সচেতন এবং নিশ্চয়ই অবসরের পর নিজেকে বিশ্রামের সময় দিতে চান।
তবে তার উত্তরসূরি কে হবেন, সে বিষয়ে কৌতূহল থেকেই যাচ্ছে। কারণ, নতুন সিইওকে কুকের মতো নেতৃত্বের মান ধরে রাখতে হবে।