প্রচারণা ডটকম: অ্যাপলে সাম্প্রতিক বেশ কিছু বড় পরিবর্তনের পর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি হলো—টিম কুক সম্ভবত আগামী বছরই সিইও পদ থেকে সরে দাঁড়াতে পারেন। ফিনান্সিয়াল টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের বোর্ড ইতোমধ্যে উত্তরসূরি নির্বাচনের পরিকল্পনা চূড়ান্তভাবে বিবেচনা শুরু করেছে। সেখানে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট জন টারনাসকে প্রধান প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
৬৫ বছর বয়সী কুক টানা ১৪ বছর ধরে অ্যাপলের নেতৃত্ব দিচ্ছেন। তার সময়ে কোম্পানি একদিকে যেমন অসাধারণ প্রবৃদ্ধি দেখেছে, তেমনি বিভিন্ন বিতর্কও মোকাবিলা করেছে। বিশেষ করে উৎপাদন প্রক্রিয়া আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত টিম কুকের নেতৃত্বেই অ্যাপলকে আগের তুলনায় অনেক বড় উৎপাদন সক্ষমতায় পৌঁছে দিয়েছে।
এই জল্পনার পেছনে আরেকটি কারণ হলো অ্যাপলের চিফ অপারেটিং অফিসার (COO) জেফ উইলিয়ামসের সাম্প্রতিক অবসর। তার অবসরের পর শীর্ষ পর্যায়ে দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে সার্ভিসেস প্রধান এডি কিউ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রধান ক্রেইগ ফেডারিগি এবং জন টারনাসের দায়িত্ব আরও বাড়ানো হয়েছে।
তবে অ্যাপলের ভবিষ্যৎ সিইও যে প্রতিষ্ঠানটির ভেতর থেকেই আসবেন, তা বেশ স্পষ্ট। টিম কুক আগে থেকেই বলেছেন, অ্যাপল অভ্যন্তরীণ নেতৃত্বকেই অগ্রাধিকার দেয় এবং কোম্পানির খুবই বিস্তারিত উত্তরসূরি পরিকল্পনা রয়েছে।
সূত্র : দ্য ভার্জ
