Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    বিসিএস নির্বাচন: ৮টি শাখায় সম্ভাব্য প্রার্থী যারা

    বিসিএস’র ২০২২-২০২৪ মেয়াদকালের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটি (ইসি) এবং ৮টি শাখা কমিটির নির্বাচন আগামী ১৬ মার্চ রাজধানী ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গনে সকাল ১০টা থেকে বেলা ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫ মার্চ ২০২২ বিকাল ৫টায় বিসিএস ইনোভেশন সেন্টারে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

    নির্বাচনী তফসিল অনুসারে গত ৬ ফেব্রুয়ারি চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত ভোটার তালিকার তথ্য মতে এবারের নির্বাচনে ভোটার হয়েছেন ১৪২২ জন। গত ১৪ ফেব্রুয়ারি বৈধ মনোয়নপত্র জমাদানকরীদের তালিকা প্রকাশ করা হয়। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৬ ফেব্রুয়ারি ২০২২।

    গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিসিএসর ২০২২-২৪ মেয়াদকালের নির্বাচনের বৈধ মনোনয়ন পত্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন বোর্ড। তালিকা অনুসারে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ৭টি পদে ১৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। পাশাপাশি বরিশাল শাখা কমিটিতে ১৪ জন, চট্টগ্রামে ৯জন, কুমিল্লায় ৭জন, যশোরে ১৬ জন, খুলনায় ১৪ জন, ময়মনসিংহে ৭জন, রাজশাহীতে ৭জন এবং সিলেট শাখায় ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

    বিসিএস বরিশাল শাখা: আর্ক কমপিউটার সিস্টেমসের সাইদ মো. রইস উদ্দিন; রবিশাল কমপিউটার্সের মো. খোরশেদ আলম; ডেনকো কমপিউটার্সের মো. খলিলুর রহমান; আইডিয়াল কমপিউটার সিস্টেমসের শাহ বোরহান উদ্দিন আহমেদ; ল্যাপটপ কেয়ারের মো. জহিরুল ইসলাম;  এ এম কমপিউটার বরিশালের সাফুর রহমান; মর্ডান কমপিউটারের মো. আকমল হোসেন;  নেক্সাস আইটি কমপিউটারের মোহাম্মদ শহিদুল ইসলাম; প্রভাতি কর্নারের মো. সফিউল করিম;  শির্ষবিন্দু কমপিউটার সিস্টেমের মো. এনামুল হক খান; স্পার্ক কমপিউার অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের মো. আব্দুল্লাহ আল ফরিদ; স্পিড সলিউশনের মাসুক কামাল; ভারটেক্স টেকনোলজির মোহাম্মদ ইমরান হোসেইন এবং ঝলক কমপিউটার সলিউশনের জাহিদ হাসান।

    বিসিএস চট্টগ্রাম শাখা: কমপিউটার হ্যাভেনের মোহাম্মদ জয়নুল আবেদিন; জুয়েল কমপিউটারের মো. দিদারুল আলম চৌধুরি; মাল্টিসিস্টেম সলিউশনের মো. সুফিয়ান আলি; ন্যানো কমপিউটারের মোহাম্মদ দিদারুল ইসলাম; নেওয়াজ  এন্টারপ্রাইজের এইচ এম শাহ নেওয়াজ; পিসি সলিউশনের সুমন চৌধুরি;  এস এস কমপিউটার ইউনিট-২ এর আব্দুল্লাহ আল রাজিব; স্কেন ইন্টারন্যাশনাল অ্যান্ড কমপিউটার্সের মঞ্জুর আহমেদ এবং ইউনিয়ন কমপিউটার্সের মোহাম্মদ নুরুল আমিন।

    বিসিএস কুমিল্লা শাখা: জি-টেক কমপিউটারের মো. ফেরদাউস সায়েম ভূঁইয়া; জেবি কমপিউটারের এম এ বাতেন; জয় কমপিউটার অ্যান্ড অ্যাকসেসোরিজের অজয় কৃষ্ণ সাহা; রিলায়েন্স পিসির মোফাজ্জল হায়দার মজুমদার; স্কাই নেটের শাখাওয়াত হোসেইন (মানিক); সফট লিঙ্ক প্লাসের মো. সফিউল্লাহ এবং সফটলিঙ্ক কমপিউটার অ্যান্ড মাল্টিমিডিয়ার মো. ফরহাদ উল্লাহ।

    বিসিএস যশোর শাখা: অরপানেটের কে এম আক্তারুজ্জামন; আসু কমপিউটারের আসু তোষ পাল; বেলাল কমপিউটারের মো. তামিম আহমেদ; বেঙ্গল কমপিউটার্সের মো. বকুল হোসেইন; কমপিউটার জোন জেএসআর এর মো. হাসান মোস্তাফা শিমুল; এলিট কমপিউটারের সোহেল রানা; হাবিব কমপিউটারের মো. হাবিব; আই-টেক কমপিউটার (যশোর) এর মো. ইমরান আলি সরদার; ল্যাপটপ প্লাজার মো. মামুন হাসান মিলন; লিঙ্ক কমপিউটারের ইব্রাহিম হোসেইন; এম এস কমপিউটারের মুকুল রেজা; নাথ কমপিউটারের পার্থ প্রতিম দেব নাথ; রাম কমপিউটারের রাম প্রসাদ রয়; ট্রাস্ট কমপিউটার্সের মো. আব্দুল মোমিন; ই্উনিক্স নেওয়ার্কের মো. ফারুকি জাহাঙ্গির আলি টিপু এবং ওয়েব ভ্যালি কমপিউটারের রুকুন উদ্দিন আহমেদ।

    বিসিএস খুলনা শাখা: অ্যারিয়ানা সিস্টেমসের মুন্সি আরিফুজ্জামান; বেঙ্গলি কমপিউটারের এস কে মুস্তাফা কামাল আশিক; ব্রাদার্স কমপিউটারের মো. সেলিম শেখ; বুশরা কমপিউটারের মো. সিয়াবুল ইসলাম চৌধুরি; কমপিউটার ক্রেস্টের এইচ এম মোস্তাফিজুর রহমান; কমপিউটার প্যালেস খুলনার মাহাবুব রহমান; গ্রাফিক্স সিস্টেমের এস কে শহিদুল হক সোহেল; হ্যাভ সলিউশন্সের আহমেদ কবির; আই স্মার্টের আশরাফুল হক; ম্যাক্সিম ইন্টারন্যাশনালের সাইদ মো. মকসুদুল ইসলাম মুকুল; এন এস কমপিউটারের এস কে আসাফউদ্দোলা সাগর; সান কমপিউটার অ্যান্ড ইলেকট্রনিক্সের মোহাম্মদ সামসুজ্জামান; দ্য কমপিউটার পয়েন্টের এস এম ওয়াহিদ আকবর (টুটুল) এবং ওয়ার্ল্ড কমের শেখ শাহিনুর আলম সিদ্দিকী।

    বিসিএস ময়মনসিংহ শাখা: আরাফ কমপিউটার অ্যান্ড কমিউনিকেশনের আহমাদ মুস্তাফা খালেদ ( খালেদ); ক্যামেরা ঘরের মোতালেব দরবারি; জে কে কমপিউটার্সের মো. জামাল হোসেইন; মিডল্যান্ড কমপিউটারের  মো. জহির উল্লাহ; রাইসা আইটি সলিউশন্সের রাইসুল ইসলাম জনি; রিজেন্সি টেকনোলজিসের রাতুল ইসলাম রাহাত এবং সাকসেস কমপিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের মোহাম্মদ ইসমাইল হোসেইন।

    বিসিএস রাজশাহী শাখা: সেল কমপিউটার্সের এস এম মুশফিক-উস-সালেহিন; কমপিউটার প্যালেসের সাইদ আব্দুল ময়েজ ডলার; সাইবার জোন কমপিউটারের মো. সাজ্জাদ হোসেইন; জে এস কমপিউটারের মো. জাহিদুল ইসলাম জিম; স্টার কমপিউটার টেকনোলজির মো. খাইরুল ইসলাম; টেকল্যাবের মো. আবুল ফজল কাশেমী এবং টাচ কমপিউটারের মো. নজরুল ইসলাম।

    বিসিএস সিলেট শাখা: আলি কমপিউটার্সের সাফি মো. বদরুদ্দোজা; চিফ টেকনোলজির ইয়াসিন কবির; ফ্রেন্ডস কমপিউটারের মো. হারুনুর রশিদ রাজু; জিনিয়াস টেকনোলজির এ এস এম জি কিবরিয়া; গ্লোবাল ট্রেড করপোরেশনের মো. মসনুল করিম চৌধুরি; হাই-ফাই কমপিউটারের মুতাহির উল্লাহ; আই-কন কমপিউটার ইনস্টিটিউটের মালেক আহমেদ চৌধুরি; মিলেননিয়াম কমপিউটার্সের হেলাল উদ্দিন; পারফেক্ট কমপিউটার্সের মো. হারুন-অর-রশিদ; প্লাটনিক জোনের মো. ইয়াহিয়া খালেদ; ইউকে ল্যাপটপ বাজারের আহমেদ মাসুদ হায়দার জালালাবাদি; ইউনিক কমপিউটারের সরদার আমিনুর রহমান (সুপন); উইন ট্রেডের আহমেদ সফিকুল হাসান এবং জিয়নলিঙ্কের মো. সুলাইমান আহসান তানভির।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.