Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    ঈদের অনুষ্ঠান জমবে এবার স্যামসাং টেলিভিশনের সঙ্গে!

    সিয়াম সাধনার মাস শেষে পবিত্র ঈদ-উল-ফিতর ফিতর প্রায় ঘনিয়ে এসেছে। ঈদের প্রস্তুতির সঙ্গে চারদিকে বিরাজ করছে উতসবের আমেজ। কাজের ফাঁকে পুরোদমে চলছে ঈদের দিনের মেহমানদারি, পোশাক ও আনুষাঙ্গিক জিনিসপত্রের কেনাকাটা আর ঈদের দিনের খাওয়া-দাওয়া নিয়ে পরিকল্পনা। এসব কাজের মাঝে যখন ফুরসত মেলা ভার, তখন দিনশেষে বাসার টেলিভিশনে বিনোদন লাভের মধ্য দিয়ে মিলছে একটুখানি স্বস্তি। এ ছাড়াও, ঈদের ছুটিতে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবাই একত্রিত হয়ে টেলিভিশনে মুভি বা ঈদের বিশেষ অনুষ্ঠান দেখা ছাড়া ঈদের আনন্দ একেবারেই পরিপূর্ণতা পায় না।

    প্রতি বছরই ঈদ উপলক্ষে দেশের বিনোদন ও চলচ্চিত্র নির্মাতারা মজাদার টিভি শো, সিনেমা ও সিরিজ নির্মাণ করে থাকেন। এসব অনুষ্ঠান চলে পুরো সপ্তাহজুড়ে। নির্মাতাদের অত্যন্ত যত্নের সঙ্গে তৈরি এসব অনুষ্ঠান সারা দেশের মানুষ উপভোগ করেন এবং এটি বর্তমানে আমাদের দেশের মানুষের জন্য ঈদ উদযাপনের উল্লেখযোগ্য অংশে পরিণত হয়েছে। এ ছাড়া, বিনোদনের অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউবে আমরা নিজেদের অবসর অনুযায়ী যেকোনো সময় যেকোনো ধরনের অনুষ্ঠান দেখতে পারি। এবারের ঈদে, বাজারে উপলব্ধ বিশ্বখ্যাত টেলিভিশনের সঙ্গে এসব অনুষ্ঠান উপভোগের অভিজ্ঞতার চেয়ে বেশি আনন্দের আর কী হতে পারে?

    ছুটির দিনে মুভি নাইট, বন্ধুদের নিয়ে খেলা দেখা কিংবা হয়তো নিতান্তই নিঃসঙ্গ রাত, টিভি আমাদের দৈনন্দিন জীবনের বেশ বড় অংশে পরিণত হয়েছে। টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে স্যামসাং বাজারে এনেছে অসাধারণ ফিচারযুক্ত বিভিন্ন রেঞ্জের টেলিভিশন। আর স্যামসাং টেলিভিশন আমাদের কেবল ভিডিও ও মুভি দেখার মধ্যেই সীমাবদ্ধ রাখে না বরং সম্ভাবনার এক নতুন জগতে নিয়ে যায়।

    ঈদ উতসব আরও আনন্দময় করে তুলতে, চাঁদ রাত (ঈদের আগের রাত) পর্যন্ত স্যামসাং তাদের টেলিভিশনে দিচ্ছে নানান আকর্ষণীয় অফার। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের ডিল উপভোগ করতে পারবেন। এর মধ্যে থাকছে একটি টেলিভিশন কিনলে সঙ্গে আরেকটি টেলিভিশন ফ্রি, সাউন্ড বারে ৫০ শতাংশ ছাড় এবং নির্দিষ্ট মডেলের ইউএইচডি ও কিউএলইডি টিভির সঙ্গে রাইস কুকার, স্যান্ডউইচ মেকার ও টোস্টারের মতো দারুণ সব উপহার।

    বাই ওয়ান গেট ওয়ান অফারের অধীনে, গ্রাহকরা ৬৫ ইঞ্চি এবং ৭৫ ইঞ্চির কিউএলইডি এবং ইউএইচডি টিভি কিনলে সঙ্গে বিনা মূল্যে পেয়ে যাবেন ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, ট্যাব এবং ৪৩ ইঞ্চি স্মার্ট টিভি৷ এ ছাড়াও, গ্রাহকদের জন্য টেলিভিশন কেনার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে থাকছে ১৯,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং ৪০,০০০ টাকা পর্যন্ত মূল্যের এক্সচেঞ্জ অফার। এসব টেলিভিশনের বাজারদর ৫১,৯০০ টাকা থেকে শুরু এবং টেলিভিশনগুলো ফেয়ার ইলেকট্রনিক্স, বাটারফ্লাই, ইলেকট্রা, ট্রান্সকম ডিজিটাল ও র‌্যাংগস সহ স্যামসাং ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে কেনা যাবে।

    ৫৫-ইঞ্চি, ৬৫-ইঞ্চি, ৭৫-ইঞ্চি এবং ৮৫-ইঞ্চি টেলিভিশন স্ক্রিনের সঙ্গে আপনি ঘরে বসেই থিয়েটারের অভিজ্ঞতা লাভ করতে পারবেন। অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত নিও কিউএলইডি ৮কে ও ক্রিস্টাল ৪কে ইউএইচডি টেলিভিশনের স্ক্রিনে প্রাণবন্ত ছবির পাশপাশি একেবারে নিখুঁত ডিটেইল পাওয়া যাবে। এসব স্মার্ট টিভিতে আপনি ইউটিউব ও অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের ভিডিও স্ট্রিম এবং গুগল ডুওতে ভিডিও কনফারেন্স করতে পারবেন। এ ছাড়াও, ঝকঝকে ছবি ও জোরালো আওয়াজের সঙ্গে গেম খেলা যাবে আরও ঝামেলাহীনভাবে।

    স্যামসাং টেলিভিশনে অনুষ্ঠান দেখে এই ঈদে বাড়ির সবার সঙ্গে বিনোদন উপভোগকে নিয়ে যান নতুন উচ্চতায়। এর স্টাইলিশ ডিজাইন ও উন্নত ফিচার বিনোদন উপভোগে সেরা অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি অন্দরের সৌন্দর্যও নিশ্চিত করবে। তাই, আর দেরি না করে এখনই আপনার নিকটস্থ স্যামসাং আউটলেট থেকে লুফে নিন স্যামসাংয়ের আকর্ষণীয় ঈদ অফার!

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.