Saturday, December 21, 2024
More

    সর্বশেষ

    ইনফিনিক্স ফোনে থাকছে ‘১৮০ ওয়াট থান্ডার চার্জ’ প্রযুক্তি

    ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এবার মোবাইল ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ‘‘১৮০ওয়াট থান্ডার চার্জ প্রযুক্তি’’ উন্মোচন করেছে। সর্বাধুনিক এই প্রযুক্তির ব্যবহার দেখা যাবে ইনফিনিক্সের বিশেষ কিছু ফ্ল্যাগশিপ ফোনে এবং ডিভাইসগুলো এই বছরের শেষের দিকে বাজারে আসবে। এই প্রযুক্তি ব্যবহারের ফলে দ্রুত-গতির এবং উন্নত স্মার্ট ডিভাইস চার্জিং অভিজ্ঞতা উপভোগ করবেন এবং ৪৫০০ এমএএইচ সক্ষমতার একটি ব্যাটারি ১% থেকে ৫০% চার্জ হবে মাত্র ৪ মিনিটে।

    ইনফিনিক্সের সিনিয়র প্রোডাক্ট ডিরেক্টর ম্যানফ্রেড হং বলেন, বিগত বছর ইনফিনিক্সের ১৬০ওয়াট ফাস্ট-চার্জিং কনসেপ্ট ফোন অবমুক্তের পর এবার ১৮০ওয়াট থান্ডার চার্জ ইন্ডাস্ট্রিতে আরও একটি যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। যেটি গ্রাহকদের সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ফোন চার্জের অভিজ্ঞতা দেবে। ফাস্ট-চার্জ প্রযুক্তির মাধ্যমে ইনফিনিক্স ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন আরও সহজ ও কার্যকর করতে চায়, যাতে তারা আরও সুবিধাজনক ডিজিটাল লাইফস্টাইল পেতে পারেন।

    ১৮০ওয়াট চার্জিং প্রযুক্তি: বিশ্বের সর্ববৃহত ব্যাটারি নির্মাতাদের সঙ্গে নিয়ে নতুন ৮সি ব্যাটারি সেল প্রস্তুতের জন্য কাজ করে যাচ্ছে ইনফিনিক্স, যেটি বর্তমানে ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ চার্জিং রেট এর রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি। এ ছাড়া, ১৮০ওয়াট থান্ডার চার্জ সিস্টেমে রয়েছে দুটি ধারাবহিক ৮সি-রেটেড ব্যাটারি, তাই চার্জকালীন প্রতিটি ব্যাটারির পাওয়ার কার্যকরী থাকে ৯০ওয়াট করে; ফলে ব্যাটারি অধিক গরম হয় না ও ব্যাটারির স্থায়িত্ব বাড়ে। ১৮০ওয়াট থান্ডার চার্জ ফিচারে আরও আছে স্বয়ংক্রিয় বাইডিরেকশনাল-পাওয়ার সাপ্লাই প্রযুক্তি, ফলে সাধারণ ডাবল সেল ব্যাটারির চেয়ে নতুন এই টেকনোলজিতে ফোনের ব্যাটারি লাইফ ২% দীর্ঘ হয়। অধিকন্তু, পাওয়ার সাপ্লাই সার্কিট এরিয়া ৬০ শতাংশ কমিয়ে আনতে সক্ষম স্বয়ংক্রিয় বাইডিরেকশনাল-পাওয়ার সাপ্লাই প্রযুক্তি, এতে সার্কিটের নির্ভুলতা বাড়ে এবং স্থানের অপচয় কম হয়। এই প্রযুক্তিতে ডাইনামিক ডিস্ট্রিবিউশন এর মাধ্যমে চার্জিং টেকনোলজি কাজ করে। তিনটি সমান্তরাল চার্জ ইনফিনিক্স ডিভাইসে সর্বোচ্চ সক্ষমতার চার্জ রূপান্তরে সক্ষম, ফলে চার্জিং রূপান্তর এ ৯৯% কার্যকরিতা পাওয়া সম্ভব হয় এবং ডিভাইসকে অধিক তাপমাত্রা ও ওভারলোড থেকে নিরাপদ রাখে। এটা ইনফিনিক্স এর চার্জিং টেকনোলজির সর্বোচ্চ নিদর্শন।

    চার্জ দেবার নিরাপদ একটি উপায়: স্মার্টফোন, চার্জার এবং চার্জিং ক্যাবলের যেকোনো রকম ক্ষতি এড়াতে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ১৮০ওয়াট থান্ডার চার্জ প্রযুক্তির রয়েছে ১১১টি সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার সিকিউরিটি প্রটেকশন মেকানিজম। কোনো রকম অস্বাভাবিক পরিস্থিতি, যেমন- উচ্চ তাপমাত্রা, বর্ধিত ভোল্টেজ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স এবং অন্যান্য সমস্যা মোকাবিলায় স্মার্টফোনের নিরাপত্তার জন্য দ্রুত কাজ করে এর সিকিউরিটি প্রটেকশন।

    শক্তিশালী, মানানসই ও সহজে বহনযোগ্য: ১৮০ওয়াট থান্ডার চার্জ প্রযুক্তি চীনা স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের উন্নত সলিউশনগুলোর একটি, যেটি মধ্যম-দামের স্মার্টফোনের প্রযুক্তিগত বিকাশে ব্র্যান্ডটির অগ্রগামিতা নির্দেশ করে। অসাধারণ চার্জিং স্পিড, উপযুক্ত তাপমাত্রা বজায় এবং পর্যাপ্ত নিরাপত্তার সন্নিবেশনে ১৮০ওয়াট থান্ডার চার্জ ব্যবহারকারীদের দ্রুত ও বুদ্ধিবৃত্তিক উপায়ে ডিভাইস চার্জের সুযোগ করে দেয়।

    এই প্রযুক্তিতে আরও রয়েছে নতুন সেমি-কন্ডাক্টর ম্যাটেরিয়াল জিএএন, ফলে ৪০ ডিগ্রি সেলসিয়াস উচ্চ তাপমাত্রাসহ বিভিন্ন পরিবেশে ১৮০ওয়াট থান্ডার চার্জ প্রযুক্তি ধারাবাহিকভাবে কার্যকর থাকে। আরও একটি সুবিধা হচ্ছে, একাধিক ফাস্ট চার্জিং প্রটোকলের সঙ্গে চার্জার এডাপ্টার সামঞ্জস্যপূর্ণ এবং গ্রাহক এক ক্যাবলেই মোবাইল, ট্যাবলেট এবং ল্যাপটপসহ বাজারের বেশিরভাগই ইলেকট্রনিক ডিভাইসে সর্বোচ্চ ১০০ওয়াট ফাস্ট চার্জিং নিশ্চিত করতে পারেন।

    ইনফিনিক্স ডিভাইসে সর্বোচ্চ ১০০ওয়াট চার্জের জন্য ব্যবহারকারীরা অন্য ম্যানুফেকচারারদের ক্যাবলও ব্যবহার করতে সক্ষম হবেন। ১৮০ওয়াট থান্ডার চার্জ এ রয়েছে দুটি ভিন্ন চার্জিং মুড। এর একটি ফিউরিয়াস মুড এবং স্ট্যান্ডার্ড মুড। বাটনে ক্লিকের মাধ্যমে ফিউরিয়াস মুড চালু করা যায়, যেটি ব্যবহারকারীদের ১৮০ওয়াট সুপার চার্জ সক্ষমতা দেয়।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.