Monday, December 23, 2024
More

    সর্বশেষ

    বাংলাদেশ এখন ইলেকট্রনিক্স এবং কমপিউটার পণ্যের গুরুত্বপূর্ণ বাজার

    ক.বি.ডেস্ক: বিশ্বজুড়ে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ইলেকট্রনিক্স এবং কমপিউটার পণ্যের জনপ্রিয়তা বাড়ছে। বিদেশি পণ্যের চেয়ে ক্রেতারা দেশে উতপাদিত পণ্যে বেশি আস্থা রাখছেন। বাংলাদেশ এখন ইলেকট্রনিক্স এবং কমপিউটার পণ্যের গুরুত্বপূর্ণ বাজার। দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন বিশ্বের বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করছে। ওয়ালটনের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ইলেকট্রনিক্স ব্র্যান্ড হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। সে লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ চলছে। আমাদের বিশ্বাস খুব শিগগিরই বিশ্বের অন্যতম শীর্ষ ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান হতে যাচ্ছে ওয়ালটন।

    সম্প্রতি ঢাকায় (১১-১৪ নভেম্বর) অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন ‘ডব্লিউসিআইটি ২০২১’ এ ‘‘বাংলাদেশ গোয়িং গ্লোবাল’’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) প্রকৌশলী মো. লিয়াকত আলী। সম্মেলনের যৌথ আয়োজক ছিলো আইসিটি বিভাগ, বাংলাদেশ কমপিউটার কাউন্সিল এবং বাংলাদেশ কমপিউটার সমিতি।

    ‘‘বাংলাদেশ গোয়িং গ্লোবাল’’ শীর্ষক সেমিনারে প্যানেল বক্তা ছিলেন প্রকৌশলী মো. লিয়াকত আলী। সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার। এতে টেকসই ডিজিটাল পার্টনারশিপ, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, বাংলাদেশে বিনিয়োগের সুবিধা, আইটি খাতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, বৈশ্বিক বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতার সুযোগ এবং চতুর্থ শিল্প বিপ্লবর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

    প্রকৌশলী মো. লিয়াকত আলী দেশে ইলেকট্রনিক্স এবং আইটি পণ্য উতপাদনে ব্যাপক সম্ভাবনা এবং এই খাতে ওয়ালটনের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে বর্তমানে দেশেই ল্যাপটপ, ডেস্কটপ, কমপিউটার এক্সেসরিজ এবং প্রিন্টেট সার্কিট বোর্ড উতপাদন, বাজারজাত ও রপ্তানিতে উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে ওয়ালটন। চতুর্থ শিল্পবিপ্লবকে কেন্দ্রে রেখে ওয়ালটন কাজ করে যাচ্ছে। দেশে দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনা খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ব্যবস্থাপনায় নিজস্ব উদ্যোগের পাশাপাশি সরকারি উদ্যোগগুলোর সঙ্গে ওয়ালটন নিবিড়ভাবে কাজ করছে।

    সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ডা. বিকর্ণ কুমার ঘোষ, ডিজিকন টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদ শরিফ, সাউথটেক লিমিটেডের সেলস ডিরেক্টর সাইয়েদা ওয়েদাদ কাদের এবং  উল্কা গেমস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও জামিলুর রশিদ।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.