Wednesday, January 22, 2025
More

    সর্বশেষ

    স্যামসাং’র গেমিং স্মার্টফোন ‘গ্যালাক্সি এম৩৩ ৫জি’

    ক.বি.ডেস্ক: দেশের স্মার্টফোন বাজারে স্যামসাং নিয়ে এলো এম সিরিজের নতুন ডিভাইস ‘‘স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি’’। নতুন এ ফোনটিতে বেশ কিছু অত্যাধুনিক ফিচার সংযুক্ত করা হয়েছে। মূলত যারা স্মার্টফোনে গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্যই এ ফোনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। হ্যান্ডসেটটি নীল, সবুজ এবং কপার এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে মাত্র ৩০,৯৯৯ টাকায়।

    স্যামসাং গ্যালাক্সি এম৩৩ জি: স্যামসাং এক্সিনোস ১২৮০ ৫এনএম অক্টা-কোর প্রসেসরে (ডুয়াল ২.৪ গিগাহার্টজ+হেক্সা ২.০ গিগাহার্টজ)ডিভাইসটি ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসটিতে পাওয়ার কুল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ব্যবহারকারীর দীর্ঘসময় ধরে ফোন ব্যবহার ও গেম খেলার শ্বাসরুদ্ধকর মুহূর্তেও ব্যাটারি-ব্যাক আপের বিষয়টি নিশ্চিত করবে। ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তির এ ফোনটি দিয়ে মাত্র ৩০ মিনিটে ফোনটিকে পুরোপুরি চার্জ দেয়া যাবে। ডিভাইসটির ডিসপ্লের রিফ্রেশ রেট প্রতি সেকেন্ডে ১২০ হার্টজ। রয়েছে এআই নয়েজ ক্যানসেলেশন।

    ৫জি সমর্থিত এ ডিভাইসটি দিয়ে ব্যবহারকারীরা ভিডিও ‍স্ট্রিম, হাই-কোয়ালিটি ভিডিও লোড ও ব্রাউজ এবং সহজে ও খুব দ্রুত গেম খেলার বিষয়টিকে নিশ্চিত করবে। এ ডিভাইসটিতে শক্তিশালী কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ডিভাইসটির পেছনে ৫০ মেগাপিক্সেল, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরাসহ ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও নতুন জেএন১ ক্যামেরা সেন্সর ফিচার রয়েছে।

    ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম (যা মাইক্রোএসডি দিয়ে ১ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যায়)রয়েছে। র‍্যাম প্লাস প্রযুক্তি মেমোরি এক্সপেরিয়েন্স অপ্টিমাইজ করার মাধ্যমে ফোনের অ্যাপগুলোকে মসৃণভাবে চালাতে সাহায্য করে। ডিভাইসটিতে মূল ৮ জিবি র‍্যামের সঙ্গে অতিরিক্ত ৬ জিবি ভার্চুয়াল র‍্যামও যুক্ত করা হয়েছে। ডিভাইসটিতে ৬.৬-ইঞ্চি এফএইচডি+ ইনফিনিটি-ভি ডিসপ্লের সঙ্গে রয়েছে ডলবি অ্যাটমোস। রয়েছে সিকিউর ফোল্ডার, লিঙ্ক টু উইন্ডোজ এবং স্যামসাং হেলথের মতন সুবিধা।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.