Thursday, January 23, 2025
More

    সর্বশেষ

    ৭,০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির স্যামসাং ‘গ্যালাক্সি এম৬২’

    ক.বি.ডেস্ক: দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এমন মোবাইল ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। তাই, স্মার্টফোন ক্রয়ের সময় বিভিন্ন ধরণের চাওয়া থাকলেও, সাধারনত সবারই এখন ব্যাটারির ব্যপারে প্রাধান্য থাকে। জেনারেশন জি ও মিলেনিয়াল প্রজন্মের চাহিদা পূরণে স্যামসাং বাংলাদেশ সম্প্রতি বাজারে এনেছে ‘গ্যালাক্সি এম৬২’ স্মার্টফোন, যার রয়েছে ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। এই স্মার্টফোনটি তিনদিন পর্যন্ত চার্জ না দিয়েও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে। স্মার্টফোনটির বাজারমূল্য ৩৪,৯৯৯ টাকা।

    স্যামসাং গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ, ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৬৮৬ প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ৫ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৬.৭ ইঞ্চি (১০৮০ x ২৪০০) এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে, ৬০ হাটর্জের রিফ্রেশ রেট। এক্সিনোস ৯৮২৫ ফ্ল্যাগশিপ চিপসেট, অক্টা-কোর ও মালি-জি৭৬ এমপি১২ জিপিইউ, র‍্যাম ৮ গিগাবাইট এবং রম ১২৮ গিগাবাইট, এইচডিআর গ্রাফিক্স ও এফপিএস সেটিংস।  

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.