Thursday, December 26, 2024
More

    সর্বশেষ

    ৩ মিনিটে ফোনের ব্যাটারি চার্জ হবে ৩৩ শতাংশ

    টেকভিশন ডেক্স: বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আনুষ্ঠানিকভাবে স্মার্টফোন চার্জের উপযুক্ত সমাধান ১২৫ ওয়াট আল্ট্রাডার্ট চার্জিং প্রযুক্তি নিয়ে এসেছে। দ্রুত গতিতে চার্জের জন্য স্মার্টফোন ব্র্যান্ডগুলোর মধ্যে রিয়েলমিই সর্বপ্রথম এ অত্যাধুনিক প্রযুক্তির চার্জিং সুবিধা নিয়ে এসেছে। রিয়েলমির ৩০ ওয়াট, ৫০ ওয়াট এবং ৬৫ ওয়াটের ডার্ট চার্জিং প্রযুক্তি রয়েছে। সদ্য উন্মোচিত হওয়া চার্জিং প্রযুক্তিটি ১২৫ ওয়াটের।  

    ১২৫ ওয়াটের আল্ট্রাডার্ট চার্জিং প্রযুক্তিতে ৪,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ফাইভজি স্মার্টফোনে ৩৩ শতাং পর্যন্ত চার্জ হবে মাত্র ৩ মিনিটে, যা দিয়ে বেশ কয়েক ঘন্টা  স্মার্টফোন ব্যবহার করা যাবে। ফাস্ট চার্জিং সাধারণত প্রচুর তাপ তৈরি করতে পারে, ফলে ব্যাটারি দ্রুত গতির চার্জিং একটি চ্যালেঞ্জ। ১২৫ ওয়াটের আল্ট্রাডার্ট চার্জিং এর মাধ্যমে মাত্র ১০-১৩ মিনিটের মধ্যে পুরোপুরি চার্জে সক্ষম।

    কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে শতভাগ কার্যকর ও চার্জিং-এ নিরাপত্তা নিশ্চিত করতে রিয়েলমি স্মার্টফোনে তাপমাত্রা ৪০ ডিগ্রি এর নীচে নিয়ন্ত্রণ করে। ফলে, রিয়েলমির ১২৫ ওয়াটের আল্ট্রাডার্ট চার্জিং প্রযুক্তিতে স্মার্টফোন সম্পূর্ণ চার্জ হবে ২০ মিনিটে, পাশাপাশি স্মার্টফোনে মিলবে দীর্ঘস্থায়ী পারফরমেন্স।  

    রিয়েলমি বিশ্বাস করে প্রযুক্তির অধিক ব্যবহার ছাড়া এর অগ্রগতি সম্ভব নয়।

    সর্বশেষ

    পড়েছেন তো?

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.